সাংবাদিক কামরুন্নাহার ও তার পরিবারের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারে ইউডিজেএফবির নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২২, ২০:৫৩| আপডেট : ২২ মে ২০২২, ২১:১৪
অ- অ+

সিনিয়র সাংবাদিক কামরুন্নাহার শোভা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশের (ইউডিজেএফবি)।

ইউডিজেএফবির সভাপতি অমিতোষ পাল ও সাধারণ সম্পাদক সোহেল মামুন রবিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, সাংবাদিক কামরুন্নাহার শোভা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার, হয়রানি বন্ধ, গ্রেপ্তারদের নিঃশর্ত মুক্তি এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে।

কামরুন্নাহার শোভা ইউডিজেএফবির সাবেক সহ-সভাপতি। তার পিতা কফিল উদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক (৭৯)।

বিবৃতিতে বলা হয়, কামরুন্নাহার শোভার বাবা কফিল উদ্দিন আহমেদ ও তার চাচাতো ভাই জহিরুল ইসলাম রাজুকে মুরগির খামারের ১২টি টিন এবং ২০০ মুরগি লুট, ২৫ থেকে ৩০টি গাছ কেটে নেওয়াসহ ভাঙচুর, হামলা, চাঁদাবাজিসহ ১০টি ধারার মামলায় গত শুক্রবার গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া কামরুন্নাহার ও তার মা-সহ পরিবারের আরও নয় সদস্যকে এই মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। তারা সবাই এখন গ্রেপ্তার ও হয়রানির আতঙ্কে আছেন।

ভূমি দখলবাজ একটি চক্র কামরুন্নাহার শোভার পৈতৃক জমি দখলের অপচেষ্টায় তাদের পরিবারের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ২৬টি মিথ্যা মামলা দায়ের করেছে। যথাযথ তদন্ত সাপেক্ষে ভূমি দখলবাজ চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম।

(ঢাকাটাইমস/২২মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা