রাস্তা বন্ধ করে বিএনপির বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২২, ১২:৪০| আপডেট : ২৩ মে ২০২২, ১৩:৩৪
অ- অ+

‘প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি’র অভিযোগ তুলে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছে ঢাকার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। সেই সঙ্গে সড়ক বন্ধ করে বিক্ষোভ সমাবেশ এবং বিচ্ছিন্ন ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা বন্ধ করে এ কর্মসূচি পালন শুরু করে দলটি। সড়কটি বন্ধ করে দেওয়ায় আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হতে দেখা গেছে।

বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, ‘জিয়া পরিবারের কিছু হলে ঢাকা মহানগর বিএনপি বসে থাকবে না। ঢাকা শহরসহ সারাদেশে কঠোর কর্মসূচি পালন করা হবে।’

বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। অন্যদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে অন্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি দেখা গেছে।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

এর আগে গত ১৮ মে (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমে বক্তব্য দেন। গত ১৯ মে (বৃহস্পতিবার) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে বিএনপির কার্যালয়ে এক কর্মিসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতকালের বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘হত্যার’ হুমকি ছিল।’

ফখরুল বলেন, ‘পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দিতে বলেছেন প্রধানমন্ত্রী। তার কথার মধ্যে দেশনেত্রী খালেদা জিয়াকে হত্যার হুমকি ছিল।’

(ঢাকাটাইমস/২৩মে/কেআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ দুইজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা জারি
যেসব এলাকায় আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা