টেক্সাসের ঘটনায় পুলিশের ‘ভুল’ স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মে ২০২২, ১২:৩৬

যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে হামলার ঘটনায় প্রায় ৪০ মিনিট দেরি করাটা ‘ভুল সিদ্ধান্ত’ ছিল বলে স্বীকার করেছে পুলিশ।

সিএনএন জানায়, গত মঙ্গলবার হামলার সময় কয়েকজন শিক্ষার্থী সাহায্য চেয়ে বারবার ৯১১ নাম্বারে ফোন করেছিল। পুলিশ সেই ডাকে সাড়া দিলেও দ্রুত কোনো পদক্ষেপ নেয়নি। সেসময় উপস্থিত পুলিশের সিনিয়র কর্মকর্তা দরজার চাবির জন্য স্কুলের দারোয়ানের জন্য অপেক্ষা করছিলেন। কারণ তিনি ভেবেছিলেন যে হয়তো কোনো শিশু ঝুঁকির মধ্যে নেই অথবা কেউ আর জীবিত নেই।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক কর্নেল স্টিভেন ম্যাক্রো বলেন, ‘ঘটনাস্থলে উপস্থিত কমান্ডারদের শ্রেণিকক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা না করে বাইরে বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশ বাহিনীর জন্য অপেক্ষা করে থাকাটা ‘ভুল সিদ্ধান্ত ছিল’।

‘‘কমকর্তারা প্রথমে সেখানে পৌঁছার পর শ্রেণিকক্ষে ঢুকে বন্দুকধারী রামোসকে হত্যা করেছিল। বন্দুকধারীকে আটকানো হয়েছে এবং আর কোনও ঝুঁকি নেই, ফলে প্রস্তুতি নেওয়ার জন্য সময় আছে; এমনটিই ভেবেছিলেন তারা। যদিও শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের কাছ থেকে সাহায্যের জন্য আবেদন এসেছিল।’’

তিনি আরও বলেন, “কেউ একজন ৯১১ নাম্বারে কয়েকবার ফোন করেছিল। সেই ফোনকলে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার কথা জানানোর পাশাপাশি ৮ থেকে ৯ জন জীবিত আছে বলেও জানানো হয়েছিল। এক শিক্ষার্থী ১২:৪৭ মিনিটের দিকে ফোন করে তৎক্ষণাৎ পুলিশ পাঠাতে অপারেটরকে অনুরোধ করে।’’

‘‘কিন্তু পুলিশ কর্মকর্তারা ১২: ৫০ পর্যন্তও শ্রেণিকক্ষে ঢোকেননি। পরে মার্কিন সীমান্ত প্রহরা টীমের সদস্যরা একটি চাবি ব্যবহার করে শ্রেণিকক্ষের দরজা খোলে এবং ভেতরে ঢুকে রামোসকে হত্যা করে।”

যদি শ্রেণিকক্ষে আগে প্রবেশ করলে প্রাণহানি এড়ানো যেত, সেটি করতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।

গত মঙ্গলবার রব এলেমেন্টারি স্কুলের সাবেক এক শিক্ষার্থীর গুলিতে স্কুলের ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক প্রাণ হারান। এ ঘটনায় পুলিশের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর জানান, ওই দিন ঘটনার বিষয়ে তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। এ কারণে তিনি প্রাণহানি এড়াতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি।

এ ছাড়া, নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতা ঘটনায় নিহত পরিবারের সদস্যদের প্রায় দুই লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও শেষকৃত্য অনুষ্ঠানে জানিয়েছে গভর্নর।

(ঢাকাটাইমস/২৮মে/আরআর)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

৩০ হাজার কোটি রুপি ব্যয়ে মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

এই বিভাগের সব খবর

শিরোনাম :