টেক্সাসের ঘটনায় পুলিশের ‘ভুল’ স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২২, ১২:৩৬
অ- অ+

যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্কুলে হামলার ঘটনায় প্রায় ৪০ মিনিট দেরি করাটা ‘ভুল সিদ্ধান্ত’ ছিল বলে স্বীকার করেছে পুলিশ।

সিএনএন জানায়, গত মঙ্গলবার হামলার সময় কয়েকজন শিক্ষার্থী সাহায্য চেয়ে বারবার ৯১১ নাম্বারে ফোন করেছিল। পুলিশ সেই ডাকে সাড়া দিলেও দ্রুত কোনো পদক্ষেপ নেয়নি। সেসময় উপস্থিত পুলিশের সিনিয়র কর্মকর্তা দরজার চাবির জন্য স্কুলের দারোয়ানের জন্য অপেক্ষা করছিলেন। কারণ তিনি ভেবেছিলেন যে হয়তো কোনো শিশু ঝুঁকির মধ্যে নেই অথবা কেউ আর জীবিত নেই।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টেক্সাসের জননিরাপত্তা বিভাগের পরিচালক কর্নেল স্টিভেন ম্যাক্রো বলেন, ‘ঘটনাস্থলে উপস্থিত কমান্ডারদের শ্রেণিকক্ষের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা না করে বাইরে বিশেষভাবে প্রশিক্ষিত পুলিশ বাহিনীর জন্য অপেক্ষা করে থাকাটা ‘ভুল সিদ্ধান্ত ছিল’।

‘‘কমকর্তারা প্রথমে সেখানে পৌঁছার পর শ্রেণিকক্ষে ঢুকে বন্দুকধারী রামোসকে হত্যা করেছিল। বন্দুকধারীকে আটকানো হয়েছে এবং আর কোনও ঝুঁকি নেই, ফলে প্রস্তুতি নেওয়ার জন্য সময় আছে; এমনটিই ভেবেছিলেন তারা। যদিও শ্রেণিকক্ষের শিক্ষার্থীদের কাছ থেকে সাহায্যের জন্য আবেদন এসেছিল।’’

তিনি আরও বলেন, “কেউ একজন ৯১১ নাম্বারে কয়েকবার ফোন করেছিল। সেই ফোনকলে কয়েকজন শিক্ষার্থী মারা যাওয়ার কথা জানানোর পাশাপাশি ৮ থেকে ৯ জন জীবিত আছে বলেও জানানো হয়েছিল। এক শিক্ষার্থী ১২:৪৭ মিনিটের দিকে ফোন করে তৎক্ষণাৎ পুলিশ পাঠাতে অপারেটরকে অনুরোধ করে।’’

‘‘কিন্তু পুলিশ কর্মকর্তারা ১২: ৫০ পর্যন্তও শ্রেণিকক্ষে ঢোকেননি। পরে মার্কিন সীমান্ত প্রহরা টীমের সদস্যরা একটি চাবি ব্যবহার করে শ্রেণিকক্ষের দরজা খোলে এবং ভেতরে ঢুকে রামোসকে হত্যা করে।”

যদি শ্রেণিকক্ষে আগে প্রবেশ করলে প্রাণহানি এড়ানো যেত, সেটি করতে না পারার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।

গত মঙ্গলবার রব এলেমেন্টারি স্কুলের সাবেক এক শিক্ষার্থীর গুলিতে স্কুলের ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক প্রাণ হারান। এ ঘটনায় পুলিশের দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর জানান, ওই দিন ঘটনার বিষয়ে তাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। এ কারণে তিনি প্রাণহানি এড়াতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি।

এ ছাড়া, নাম প্রকাশে অনিচ্ছুক এক দাতা ঘটনায় নিহত পরিবারের সদস্যদের প্রায় দুই লাখ মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও শেষকৃত্য অনুষ্ঠানে জানিয়েছে গভর্নর।

(ঢাকাটাইমস/২৮মে/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিংড়ায় নিজের বানানো বিএনপি অফিস থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১
ফরিদপুরে বিএনপি কর্মীর বিস্ফোরক মামলায় আ.লীগের ২১ নেতাকর্মী কারাগারে
জবিতে পূর্ণাঙ্গ শাটডাউনের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে
চুয়াডাঙ্গায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে হাঁসুয়া দিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা