৩৩ দেশে ‘অজানা’ হেপাটাইটিস, আক্রান্ত হচ্ছে শিশুরা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ মে ২০২২, ১৩:০৫| আপডেট : ২৮ মে ২০২২, ১৩:২৭
অ- অ+

মহামারি করোনাভাইরাসের ধকল না ফুরোতেই মাঙ্কিপক্সের খবর। আবার এখন নতুন করে খবর এল ‘অ্যাকিউট হেপাটাইটিস’ ছড়িয়ে পড়ছে। তবে অজানা এই হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছে শিশুরা। এরই মধ্যে বিশ্বের ৩৩ দেশে অন্তত ৬৫০ জন শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।

রোগটি ধরা পড়া দেশগুলোর বেশিরভাগই ইউরোপীয়। এই মহাদেশের ২২টি দেশে শনাক্ত রোগী ৩৭৪ জন। কেবল যুক্তরাজ্যেই শনাক্ত হয়েছে ২২২ জন। আমেরিকা অঞ্চলে মোট শনাক্ত হয়েছে ২৪০ জন, যাদের মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই ভাইরাসটি মিলেছে ২১৬ জনের শরীরে। এছাড়া এ রোগে আক্রান্ত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ৩৪, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ৫ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৪ শিশু শনাক্ত হয়েছে।

নিজেদের ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারা বলছে, গুরুতর ও তীব্র এই ভাইরাসের উৎস এখনো অজানা। তবে সেটির উৎস বের বের করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, গত ৫ এপ্রিল থেকে ২৬ মে সময়ের মধ্যে ৩৩ দেশে সাড়ে ছয়শর মতো অজানা হেপাটাইটিসে আক্রান্ত শিশু শনাক্ত হয়েছে। আরও ৯৯ জন সন্দেহভাজন রোগী রয়েছে পর্যবেক্ষণে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, শিশুদের মধ্যে রোগটি ব্যাপকভাবে ছড়াচ্ছে। অনেক ক্ষেত্রে লিভারকে অকার্যকর করে ফেলছে এই অ্যাকিউট ভাইরাস। তবে এই রোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার ঝুঁকি মাঝারি মাত্রার।

এর আগে গত ২৩ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যাকিউট হেপাটাইটিসের কথা জানায়। সেসময় তারা বলেছিল, বেশ কয়েকটি দেশের শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে এবং তা অব্যাহতভাবে বাড়ছে। এ পর্যন্ত রোগটিতে অন্তত ৯ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

(ঢাকাটাইমস/২৮মে/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, ৬ জনকে আটক করেছে র‍্যাব
আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন: নাহিদ ইসলাম
বিএইচবিএফসি'র প্রথম পুরস্কার অর্জন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা