রেলস্টেশনে তরুণীকে হেনস্তায় অভিযুক্ত নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২২, ১২:৫৪| আপডেট : ৩০ মে ২০২২, ১৫:০০
অ- অ+

নরসিংদী রেলস্টেশনে তরুণীকে মারধর হেনস্তা ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার নরসিংদীর শিবপুর এলাকা থেকে শিলা আক্তার ওরফে সায়মা নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণীকে সম্প্রতি নরসিংদী রেলস্টেশনে হেনস্তা, মারধর ও শ্লীলতাহানির ঘটনায় মামলা হয়। নরসিংদীর শিবপুর এলাকায় অভিযান চালিয়ে এ মামলায় হেনস্তাকারী নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সায়মার বড় মেয়ে লিজা আক্তার বলেন, ‘শিবপুর ইটাখোলার মুনসেফেরচর গ্রামে খালার বাড়িতে ছিলেন আমার ষাটোর্ধ্ব বয়সী মা। রেলওয়ে স্টেশনে তরুণী হেনস্তার বিষয়ে নাকি মা সম্পৃক্ত ছিলেন।’

এর আগে ১৮ মে সকালে নরসিংদী রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিন্স প্যান্ট ও শর্ট টপ। এ পোশাকে দেখে স্টেশনে অবস্থানরত এক নারী প্রথমে ওই তরুণীকে বাজে মন্তব্য করেন। পরে আরও কয়েকজন ব্যক্তি তাকে হেনস্তা করেন।

ভুক্তভোগী ওই তরুণী তখন দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নিয়ে তাকে বাঁচানোর অনুরোধ করেন। পরে স্টেশন মাস্টারের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে উঠিয়ে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/৩০মে/পিআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্লাব বিশ্বকাপে ১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক নিষিদ্ধ
বিদেশ যেতে দেওয়া হল না পার্থর স্ত্রীকে
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা