বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড: ‘মফস্বল সাংবাদিকতা জীবনে আমার বিরল সম্মান’

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২২, ২০:৩৬
অ- অ+

'সাংবাদিকতা জীবনে যে সম্মান আজ পেলাম এটা যেন বসুন্ধরা গ্রুপ অব্যাহত রাখে। মফস্বল সাংবাদিকতা জীবনে এটা আমার কাছে বিরল সম্মান।' জেলার প্রথিতযশা সাংবাদিক ক্যাটাগরিতে ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১' পেয়ে এভাবেই নিজের অভিব্যাক্তি প্রকাশ করলেন নোয়াখালাী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম জোবায়ের।

সোমবার (৩০ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দেশের অন্যতম শিল্পগ্রুপ বসুন্ধরার প্রবর্তিত মিডিয়া অ্যাওয়ার্ডে জেলার প্রথিতযশা সাংবাদিকের পুরস্কার নিতে এসে একেএম জোবায়ের এসব কথা বলেন।

চার যুগের বেশি সময় মফস্বলে সাংবাদিকতা করা প্রবীণ এই ব্যক্তি বলেন, ‘আমরাতো মফস্বলে কাজ করেছি, বয়সের ভারে এখন আর কাজ করতে পারি না। সব সময় মফস্বলের খবর পৌঁছে দিতে চেষ্টা করেছি। কখনো বড় কোনো অ্যাওয়ার্ড পাইনি। তৃণমূলের সাংবাদিকরা সব সময় বঞ্চিত, অনেক বছর পরে মনে হলো সেই ধারা পরিবর্তন হয়েছে।’

জোবায়ের বলেন, ১৯৬৯ সালে অবজার্ভার গ্রুপের মালিকানাধীন দৈনিক পূর্বদেশের মাধ্যমে তার তার সাংবাদিকতার হাতে খড়ি হয়। কাজ করেছেন দৈনিক দেশ, দিনকাল ও বিটিভিতে। দায়িত্ব পালন করেছেন নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি হিসেবে।

প্রথিতযশা সাংবাদিক ক্যাটাগিরিতে চাঁদপুর থেকে বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন গোলাম কিবরিয়া জীবন। ১৯৭৪ সাল থেকে দৈনিক ইত্তেফাকের চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন, এখনও সেখানেই কাজ করছেন। আর ১৯৮৪ সাল থেকে যুক্ত বিটিভির সঙ্গে।

গোলাম কিবরিয়া জীবন ঢাকাটাইমসে বলেন, আজ বসুন্ধরা যে আলো জ্বেলে দিয়ে গেলো সেটা যেন জারি থাকে। নিজেকে ভীষণ সম্মানিতবোধ করছি। বসুন্ধরা গ্রুপকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন জানাই।

গাজীপুর থেকে অ্যাওয়ার্ড নিতে এসেছেন নজরুল ইসলাম বাদামী। অষ্টম শ্রেণিতে পড়াকালে মফস্বল সাংবাদিকতায় যুক্ত হন। অনেকক্ষণ ভেবে স্মরণ করে বললেন, ১৯৬০ সাল থেকে সাংবাদিকতা করছেন। তবে ২০১৮ সালে স্ট্রোক করার পর কিছুই মনে থাকে না তার। বসুন্ধরার মিডিয়া অ্যাওয়ার্ড নিতে এসেছেন ছেলের সঙ্গে।

প্রবীণ এই সাংবাদিক ঢাকাটাইমসকে বলেন, ‘মনে হচ্ছে মফস্বলে কাজ করে ভুল করিনি। আমি ভীষণ খুশি।’

দেশে প্রথমবারের মতো মিডিয়া অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। সোমবার সন্ধ্যায় জমকালো আয়োজনে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। অনুসন্ধানী সাংবাদিকতায় দেশের বহুল আলোচিত এই অ্যাওয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে ১১ জনকে। এছাড়া মফস্বলে সাংবাদিকতার প্রসারে ভূমিকা রাখায় প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন গুণী সাংবাদিককে দেওয়া হচ্ছে বিশেষ সম্মাননা।

(ঢাকাটাইমস/৩০মে/এসআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিহত ঢাবি শিক্ষার্থী সাম্যকে নিয়ে যা জানা গেল
বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা