বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ইত্তেফাকের ১০ জেলা প্রতিনিধি

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ পেলেন ইত্তেফাকের ১০ জন জেলা প্রতিনিধি। তারা হলেন- ঝিনাইদহের বিমল কুমার সাহা, ব্রাহ্মণবাড়িয়ার মো. আরজু মিয়া, চাঁপাইনবাবগঞ্জের তসলিম উদ্দিন, পটুয়াখালীর বাউফলের আমিনুল ইসলাম, চাঁদপুরের গোলাম কিবরিয়া জীবন, রাঙামাটিরে এ কে এম মাকসুদ, নরসিংদির নিবারণ রায়, শেরপুরের সুশীল মালাকার, কিশোরগঞ্জের সুবীর বসাক ও খাগড়াছড়ির তরুন কুমার ভট্টাচার্য।
সোমবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনে এই সম্মাননা দেওয়া হয়।
অনুসন্ধানী সাংবাদিকতায় দেশের বহুল আলোচিত এই অ্যাওয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হবে ১১ জনকে। এছাড়া মফস্বলে সাংবাদিকতার প্রসারে ভূমিকা রাখায় প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন গুণী সাংবাদিককে দেওয়া হয় বিশেষ সম্মাননা।
(ঢাকাটাইমস/৩০মে/কেএম)

মন্তব্য করুন