বন্যার্তদের খাসির ভুনা খিচুড়ি পাঠিয়েছেন মনিরা মিঠু

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২২, ১২:০৩
অ- অ+

সিলেট সুনামগঞ্জের ভয়ানক বন্যায় এরইমধ্যে শোবিজের বেশ কয়েকজন তারকা সহায়তার হাত বাড়িয়েছেন। সেই তালিকায় নতুন নাম ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি ২০০ বানভাসি মানুষের জন্য খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে পাঠিয়েছেন।

ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ খবর জানিয়েছেন মুনিরা মিঠু। সঙ্গে প্রকাশ করেছেন ক্ষোভ।

অভিনেত্রী লিখেছেন, ‘আমি একজন শিল্পী, শিল্পপতি নই। গুটি কয়েকজনকে দেখি আমার বিভিন্ন পোস্টে কমেন্ট করছেন যে, বন্যার্তদের সাহায্য না করে আমরা শিল্পীরা রংঢং করছি। তারা ব্যক্তি মনিরা মিঠুকে চেনেন না, জানেন না। জানানোর প্রয়োজন বোধ করছিলাম না। কিন্তু এখন তাদের না জানিয়ে পারছি না। সহ্যের বাইরে চলে গেছে।’

বন্যার্তদের সাহায্য প্রসঙ্গে মনিরা মিঠু লিখেছেন, ‘আমি বন্যার্তদের সাহায্য করেছি আমার সামর্থ্য অনুযায়ী। একটা খাসি কিনে চাল, ডাল দিয়ে খিচুড়ি রেঁধে যেন অন্তত ২০০ লোক খেতে পারে সেই ব্যবস্থা করেছি বিশ্বস্ত লোকের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ!’

অভিনেত্রী আরও লেখে, ‘আমি এই মাসে বন্যার্ত ছাড়াও ভয়ংকর বিপদগ্রস্ত হাসপাতালে আমার কলিগকেও সাহায্য করেছি আমার সামর্থ্যর বাইরে গিয়ে, আলহামদুলিল্লাহ। সব প্রশংসা আল্লাহর নামে। রিজিকের মালিক আল্লাহ!’

এর আগে বন্যার্তদের জন্য দুই দফায় ৩০ লাখ টাকা অনুদান দেন অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিল। ১০ ট্রাক শুকনো খাদ্যদ্রব্য পাঠিয়েছেন আরেক অভিনেতা-প্রযোজক ডিপজল। এছাড়া চিত্রনায়ক শাকিব খান, কণ্ঠশিল্পী আসিফসহ অনেকেই আর্থিক সহায়তা দিয়েছেন।

(ঢাকাটাইমস/২৩ জুন/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা