হাতিরঝিলে আতশবাজিতে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২২, ০৯:৩৮| আপডেট : ২৬ জুন ২০২২, ১২:২১
অ- অ+

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে মেতে ছিল সারাদেশ। রাজধানীর হাতিরঝিলেও দেখা গেছে উদযাপনের ছোঁয়া। আয়োজন করা হয় বর্ণাঢ্য আলোকসজ্জা ও আতশবাজির উৎসব।

পদ্মা সেতুর উদ্বোধন আয়োজনকে স্মরণীয় করে রাখতে শনিবার রাতে ঢাকা জেলা প্রশাসন হাতিরঝিলে এ আয়োজন করে।

আতশবাজির আলোকচ্ছটায় হাতিরঝিলের আকাশে চলে আনন্দের প্রকাশ। চারদিকের বাতি নিভিয়ে আকাশে একের পর এক আতশবাজি। আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায় আকাশে তৈরি হয় শৈল্পিক দৃশ্য। আর লেকের পানিতে ফুটে ওঠে তার প্রতিবিম্ব। প্রায় মিনিট দশেক চলে আতশবাজি উৎসব।

আতশবাজির পাশাপাশি ছিল লেজার শো। পদ্মা সেতুর নির্মাণ ইতিহাস ফুটিয়ে তোলা হয় লেজার শোতে। আগতরা দেখতে পান, পদ্মা সেতুতে উন্নত আগামীর বাংলাদেশের হাতছানি।

এ আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। নাচ-গানে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহে হাতিরঝিলে সন্ধ্যা কাটিয়েছে নগরবাসী। এমন উদযাপনের অংশ হতে পেরে খুশি আগতরা।

শনিবার (২৫ জুন) বেলা ১১টা ৫৮ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে এ সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে গিয়ে সেতুর নামফলক উন্মোচন করেন এবং মোনাজাতে অংশ নেন।

(ঢাকাটাইমস/২৬জুন/এমআই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
চীন থেকে তড়িঘড়ি যে কারণে দেশে ফেরেন শেখ হাসিনা, কিন্তু…
নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করা হবে না: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা