পদ্মা সেতু বদলে দিল দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের চিত্র, ১০ মিনিটেই ফেরির নাগাল!

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুন ২০২২, ১৪:৩৬| আপডেট : ২৬ জুন ২০২২, ১৫:৪২
অ- অ+

পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে স্বস্তি ফিরেছে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। পাল্টে গেছে পুরো ঘাটের চিত্র। ভোগান্তির ঘাটে হাসি ফুটেছে যাত্রী ও চালকের মুখে। হাজার গাড়ি ও যাত্রীদের কোলাহলমুক্ত হয়েছে দৌলতদিয়া ঘাট। আগে অসংখ্য গাড়ি ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করত। আর এখন ঘাটে ২-৩টা করে ফেরিই গাড়ির অপেক্ষায় বসে থাকছে।

জানা গেছে, কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ফেরির নাগাল পেয়ে খুশি দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটের যাত্রী ও চালকরা। মাত্র ১০-১৫ মিনিটের মধ্যেই ফেরির নাগাল পাচ্ছে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। এজন্য তাদের ধরতে হচ্ছে না কোনো দালাল চক্র।

রবিবার সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই দৌলতদিয়া ঘাটে যানবাহনের কোনো সারি নেই। আগে যেখানে প্রতিদিনই ৪-৫ কিলোমিটার যানজট থাকত, সেখানে আজ ঘাট ফাঁকা। যাত্রীবাহী বাস খুবই কম আসছে। যেগু‌লো আসছে ১০-১৫ মিনিট অপেক্ষা করেই ফেরি পার হ‌য়ে যাচ্ছে।

চালকরা বলেন, এখন স্বপ্নের পদ্মা সেতু দিয়ে বেশির ভাগ যানবাহন পার হবে। এতে যাত্রী দুর্ভোগ যেমন কমবে তেমনি নষ্ট হবে না কাঁচামাল। বর্ষা কিংবা কুয়াশায়ও হবে না দুর্ভোগ।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, শনিবার পর্যন্ত দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ ছিল। কিন্তু রবিবার সকাল থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হওয়ার পর থেকে এই রুটে আগের মতো চাপ নেই। ১০-১৫ মিনিট অপেক্ষা করেই যানবাহন ফেরির দেখা পাচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের চির চেনা রুপ একদিনেই পাল্টে গেছে।

তিনি আরও বলেন, সকাল থেকেই এই রুটে ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাকের চাপ কম দেখা গেছে। বেশির ভাগ ছোট গাড়ি পদ্মা সেতু দিয়ে পার হওয়াতে দৌলতদিয়া ঘাটের ভোগান্তি অনেকটা কমেছে। বর্তমানে এই রুটে ১৭টি ফেরি চলাচল করছে।

(ঢাকাটাইমস/২৬জুন/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা