ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়

ওমর ফারুক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২২, ২১:২৮| আপডেট : ০৫ জুলাই ২০২২, ২১:৩১
অ- অ+
ফাইল ছবি

ঈদযাত্রার আগাম টিকিট নিয়ে দুর্ভোগের পর এবার বিপর্যয় ঘটেছে শিডিউলের। ঈদযাত্রার প্রথম দিন বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বিলম্ব হয়েছে এক থেকে দেড় ঘণ্টা।

অপারেশনাল বিলম্বের কারণে ট্রেনের শিডিউলে কিছু ত্রুটি হয়েছে বলে জানান কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার।

গত ১ জুলাই যারা আগাম টিকিট কিনেছেন তাদের নিয়ে আজ মঙ্গলবার যাত্রা করেছে আন্তনগর ট্রেন। প্রথম দিনের যাত্রায় কমলাপুর স্টেশনে যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। তবে ট্রেন দেরিতে ছাড়ায় অনেকে অসন্তোষ প্রকাশ করেন। আবার ট্রেন ছাড়ার বিলম্বে অপেক্ষারত অনেকে বিরক্তি প্রকাশ করেন।

কমলাপুর স্টেশনে যাত্রীর ভিড় কম থাকার বিষয়ে স্টেশনের সংশ্লিষ্ট কয়েকজন কর্মী জানান, সামনে বিমানবন্দর স্টেশন থেকে আরও যাত্রী উঠবে ট্রেনে।

আজ সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, কর্মজীবী মানুষের অনেকেই পরিবারকে আগেভাগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও বাড়ি যেতে দেখা যায়।

নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি যাবে নীলফামারীর চিলাহাটি। ট্রেনটি ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা। কিন্তু এক ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।

এই ট্রেনে জয়পুরহাট যাবেন মোহাম্মদ দিনার। তিনি জানান, ট্রেনটি স্টেশনেই আসে ৭টা ১৪ মিনিটে। ঈদযাত্রার প্রথম দিনই এমন ভোগান্তিতে হতাশা প্রকাশ করেন তিনি।

সুন্দরবন এক্সপ্রেসে বাড়ি যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ ইসলাম। তার গন্তব্য স্টেশন সিরাজগঞ্জের উল্লাপাড়া। ঈদযাত্রার প্রথম দিনে বাড়ি যাচ্ছেন বলে তিনি আনন্দিত। কিন্তু ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়ের ২০ মিনিট পেরিয়ে গেলেও তখনো প্ল্যাট ফরমে আসেনি ট্রেন।

সাজ্জাদ বলেন, `‌ট্রেনটি ৮টা ১৫ মিনিটে ছাড়ার কথা। ৮টা ৩৫ মিনিট বাজে, কিন্তু ট্রেনের কোনো পাত্তা নেই।’

দেড় ঘণ্টা দেরিতে ছাড়ে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি। সকাল ছয়টায় এই ট্রেন কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাওয়ার কথা।

জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটির নির্ধারিত সময় সাড়ে ৭টা। ৭টা ৫৫ মিনিটে ট্রেনটিকে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জামালপুরের যাত্রী আরাফাত হোসেন ঢাকাটাইমসকে বলেন, ‘২০ মিনিট ধরে বসে আছি। কিন্তু ছাড়ার কোনো নাম নেই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারহানা ছবি বেশ আগেভাগে স্টেশনে চলে এসেছেন। একতা এক্সপ্রেসে ঈশ্বরদী যাবেন তিনি। ঢাকাটাইমসকে বলেন, ‘আমার ট্রেন সকাল ১০টায়। কিন্তু একটু আগেই স্টেশনে চলে এলাম। বাড়ি যাব তাই ভালো লাগছে।

ফারহানার ট্রেনটি ঠিক সময়ে ছেড়েছে নাকি আর সব ট্রেনের মতো বিলম্বে ছেড়েছে সেটি জানা যায়নি।

ঈদযাত্রার প্রথম দিন বিভিন্ন ট্রেনের বিলম্বে যাত্রার বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ‘মূলত অপারেশনাল বিলম্বের জন্য তিনটি ট্রেন দেরিতে ছেড়েছে। আশা করি আগামীতে এসব ঠিক হয়ে যাবে।’

গত ১ জুলাই ঢাকা থেকে সারা দেশের ট্রেনের আগাম টিকিট বিক্রি করে রেলওয়ে। ২ জুলাই বিক্রি হয় ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই বিক্রি হয় ৭ জুলাইয়ের টিকিট এবং ৪ জুলাই বিক্রি করা হয় ৮ জুলাইয়ের টিকিট।

(ঢাকাটাইমস/০৫জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস
মাহদির নতুন মিউজিক ভিডিও ‘জানরে তুই আয়না’
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ 
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা