এবার নাবলুসে ইসরায়েলের নৃশংসতা, নিহত ৩ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ আগস্ট ২০২২, ১৬:৫৫

অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ইমসরায়েলি বাহিনীর অভিযানে সিনিয়র সশস্ত্র প্রতিরোধ কমান্ডারসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার নিহতদের সংবাদটি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল-জাজিরা জানায়, ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৫টায় পুরাতন শহরের একটি বিল্ডিং ঘেরাও করে। সেখানে আল-আকসা শহীদ ব্রিগেডের কমান্ডার ইব্রাহিম আল-নাবুলসি আশ্রয় নিয়েছিলেন। তাকে পরাস্ত করতে সেখানে কয়েক ঘন্টা ধরে ইসরায়েলি বাহিনীর বন্দুকযুদ্ধ চলে।

বন্দুকযুদ্ধে আল-নাবুলসির সঙ্গে ইসলাম সাব্বুহ এবং হুসেইন জামাল নামের আরো দুই যুবক নিহত হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে কমপক্ষে আরো ৪০ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আল-নাবুলসি অন্যান্য যোদ্ধাদের সঙ্গে বিল্ডিংয়ের ভিতরে ব্যারিকেড করে অবস্থান করেন। তিনি ইসরায়েলি বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করেন। এরপরেই ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের বন্দুক যুদ্ধ হয়। তবে কোনো ইসরায়েলির হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী ইব্রাহিম আল-নাবুলসিকে নাবলুস শহরে হত্যা করা হয়েছে। তার সঙ্গে বাড়িতে অবস্থানকারী আরেক সন্ত্রাসীও মারা গেছে।

তারা আরো বলেছে, তিনি ইসরায়েলি বেসামরিক ও সৈন্যদের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।

ইসরায়েল সাম্প্রতিক মাসগুলিতে পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে৷

(ঢাকাটাইমস/৯আগস্ট/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ৮

ভারতে লোকসভা নির্বাচন: চতুর্থ ধাপে ৯৬ আসনে ভোটগ্রহণ চলছে

রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হচ্ছেন সের্গেই শোইগু

‘আইসিজে গণহত্যা মামলায় যোগ দেবে মিশর, ইসরায়েলের জন্য কঠোর আঘাত’

আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫

এবার সমাবর্তন বর্জন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

পশ্চিম এশিয়ায় পরিযায়ী পাখিদের প্রধান শীতকালীন আবাস ইরান

কানাডায় শিখ নেতা হরদীপ হত্যাকাণ্ডে আরও ১ জন গ্রেপ্তার

আগামী বছরই অবসর নেবেন মোদি, প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ: বিস্ফোরক দাবি কেজরিওয়ালের 

৩ লাখ ফিলিস্তিনিকে পূর্ব রাফাহ থেকে সরিয়ে নেওয়া হয়েছে: ইসরায়েল

এই বিভাগের সব খবর

শিরোনাম :