পরীর কোলে পুত্রসন্তান, বাবা রাজের অনুভূতি কী?

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২২, ২১:১৩
অ- অ+

চিকিৎসকের দেওয়া তারিখের অনেক আগেই চিত্রনায়িকা পরীমনির কোলজুড়ে এলো তার প্রথম সন্তান। ছেলে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। বাবা হয়েছেন অভিনেতা শরীফুল রাজ। সুখবরটি রাজ তার ফেসবুকে শেয়ার করার পাশাপাশি স্ত্রী পরীমনিকে শুভেচ্ছাও জানিয়েছেন।

রাজ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশনস মাই ডেয়ার ওয়াইফ পরীমনি। ইটস আ বেবি বয়।’ তবে সেখানে নিজের অনুভূতি শেয়ার করেননি রাজ। সেটাই জানতে যোগাযোগ করা হয় ‘হাওয়া’ সিনেমার এই নায়কের সঙ্গে।

রাজ ঢাকা টাইমসকে বলেন, ‘এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। যারা মা-বাবা হয়েছেন, এই অনুভূতি কেবল তারাই বুঝবেন। তা না হলে বোঝানো সম্ভব না। পরী অন্তঃসত্ত্বা থাকাকালীন সবসময় ওর পাশে থাকার চেষ্টা করেছি। প্রতিটি দিন নতুন নতুন স্পর্শ পেয়েছি। অবশেষে আমাদের সন্তান এলো।’

রাজ জানান, বর্তমানে পরীমনি এবং তাদের সন্তান সুস্থ আছে। নবজাতকের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন অভিনেতা। তিনি এও জানান, ছেলের নাম তারা ঠিক করে রেখেছেন। শিগগিরই সেটি জানিয়ে দেওয়া হবে। যদিও শোনা যাচ্ছে, রাজের সঙ্গে মিলিয়ে পরীমনি ছেলের নাম রেখেছেন রাজ্য।

গত সপ্তাহে এই নায়িকা গণমাধ্যমকে জানিয়েছিলেন, আগামী ২৮ আগস্ট তাদের সন্তান পৃথিবীতে আসার সম্ভাব্য তারিখ দিয়েছেন চিকিৎসক। কিন্তু ১৮ দিন আগেই এসে গেল সেই শুভক্ষণ। সন্তান নিয়ে পরীমনি এই মুহূর্তে রয়েছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন পরীমনি ও রাজ। সে খবর পরীমনি প্রকাশ করেন চলতি বছরের ১০ জানুয়ারি। একইসঙ্গে নায়িকা জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন। অবশেষে এসে গেল পরিবারের সেই ছোট্ট সদস্য।

(ঢাকা টাইমস/১০ আগস্ট/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলার যুবারা
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা