চকবাজারে আগুন লাগা পলিথিন কারখানায় ছয় মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২২, ১৬:৩০| আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৭:০৬
অ- অ+

পুরান ঢাকার চকবাজারে পলিথিন কারখানায় আগুনের ঘটনায় ছয় মরদেহ উদ্ধার হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনারুল ইসলাম ঢাকা টাইমসকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান লাগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে ওই কারখানায় আগুন লাগার প্রায় আড়াই ঘণ্টা পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দুপুর ১২টার দিকে দেবীদাস লেনের কারখানাটিতে আগুন নিয়ন্ত্রণে একে এক যোগ দেয় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ওই কারখানার নিচতলায় একটি খাবার হোটেল ছিল। দ্বিতীয় তলায় একটি কারখানা রয়েছে। তৃতীয় ও চতুর্থ তলায় প্লাস্টিকের খেলনা ও পলিথিন তৈরির কারখানা। নিচতলার হোটেলে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

বিকাল পৌনে ৪টার দিকে আব্দুল্লাহ নামে এক ব্যক্তি দাবি করেন, তার ভাই বিল্লাল দোতলায় ঘুমাতেন। তিনি আগুনে আটকা পড়েছেন। পরে গলির ভেতরের সিঁড়ি দিয়ে দোতলায় উঁকি গিয়ে দেখা যায়, পুড়ে যাওয়া বরিশাল হোটেলের ঠিক ওপরের রুমটিও পুড়ে গেছে। রুমের এক কোনায় কেউ বসে থাকা অবস্থায় পুড়ে গেছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনারুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে ১২টা ৯ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে আরও চার ইউনিট যোগ হয়। সেখানে মোট ১০টি ইউনিট কাজ করে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়। চারতলা এই ভবনটির পাশে আরও সুউচ্চ ভবন রয়েছে। আগুনের ঘটনায় তাদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়। এসময় অনেকে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এএইচ/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার ‎
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা