উত্তরায় গার্ডারচাপায় ৫ মৃত্যু

নিরাপত্তার বিষয়টি আগেও বহুবার লঙ্ঘন করে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ আগস্ট ২০২২, ১৯:৪১

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পে গার্ডারচাপায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায় রয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের। চায়না গ্যাঝুবা গ্রুপ করপোরেশন (সিজিজিসি) বহুবার নিরাপত্তার বিষয়টি লঙ্ঘন করেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিষয়ে ঢাকায় চীনা দূতাবাসকে জানানো হবে।

মঙ্গলবার (১৬ আগস্ট) এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব নীলিমা আক্তার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নীলিমা আক্তার বলেন, ‘আমি এক কথায় বলতে চাই, দায় এড়ানোর প্রশ্নই আসে না। বাংলাদেশের নাগরিকদের মূল্যবান জীবন চলে গেছে, এক্ষেত্রে আমরা কোনোরকম কম্প্রোমাইজ করতে চাই না।’

এ ঘটনার দায়ীদের চিহ্নিত করা হবে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, ‘সবগুলোর সঙ্গে একটা লিগ্যাল কানেকশন আছে। সে জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। এটা আপনারা এভাবে ভাবার কারণ নেই যে আমরা একটা চাইনিজ কোম্পানিকে দায়ী করে আমাদের দায় ছেড়ে দিচ্ছি।’

‘আমাদের নাগরিকের জীবন মূল্যবান। এটা খুবই দুঃখজনক ঘটনা। এটা এভাবে ছেড়ে দেওয়া যেতে পারে না? ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে দুর্ঘটনার বিভিন্ন দিক পরীক্ষা করে দায়টা ফিক্সড করতে চাই যে কে কতটুকু দায়ী।’

বিআরটি প্রকল্পের কাজ ৮০ ভাগ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখন আমরা তাদেরকে বাতিল করে শাস্তি দিতে পারি। সেক্ষেত্রে যদি পুনরায় কন্ট্রাক্টর সিলেকশনে যাই তাহলে আমাদের জনগণকে আরও ভোগান্তির দিকে ঠেলে দেওয়া হবে। কিন্তু ভোগান্তি আর লাশ দেখা এক জিনিস নয়। সেজন্য আমরা আর কম্প্রোমাইজ করছি না।’

সড়ক নিরাপত্তা যেকোনো কনস্ট্রাকশন কাজের অন্যতম সেফটি ইস্যু উল্লেখ করে সংবাদ সম্মেলনে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান বলেন, ‘ঠিকাদার নিরাপত্তা, স্বাস্থ্য ও পরিবেশগত ইস্যুগুলো নিশ্চিত করার পরই কেবল ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘প্রকল্পের মধ্যে আলাদা প্রজেক্ট ইমপ্লিমেন্টশন ইউনিট আছে। দাতা সংস্থা এডিবির কনসালটেন্টও আছে। তারাও বিষয়গুলো মনিটর করে।’

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসএন/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

অটিজম সম্পর্কে সমাজের সবাইকে সচেতন করতে হবে: স্পিকার

‘নারী কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবে মন্ত্রণালয়’ 

সমাজ পরিবর্তনে পোশাক শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: নানক

হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :