চকবাজারে অগ্নিকাণ্ড: কত টাকা পেল নিহতদের পরিবার?

পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে নিহত ছয় শ্রমিকের পরিবার শ্রমিক কল্যাণ তহবিল থেকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা পেয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকূল কৃষ্ণ ঘোষ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা জেলার উপ-মহাপরিদর্শক মো. সালাহ উদ্দিনসহ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা মিটফোর্ড হাসপাতালে গিয়ে নিহতদের স্বজনদের হাতে সহায়তার চেক তুলে দেন।
দুর্ঘটনায় মারা যাওয়া ছয় শ্রমিক হলেন- স্বপন সরকার, আব্দুল ওহাব, মো.বিল্লাল সরদার, মো. মোতালেব, মো. শরিফ ও রুবেল হিলালু। তার সবাই ওই ভবনের নিচতলায় থাকা বরিশাল হোটেলের কর্মচারী ছিলেন।
এ দুর্ঘটনায় আর কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এর আগে ওইদিন সকালে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় নিহত ছয় শ্রমিকের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেন।
তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে চকবাজারে পলিথিন কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। এতে ছয়জনের মৃত্যু হয়।
ওই কারখানার নিচতলায় একটি খাবার হোটেল ছিল। দ্বিতীয় তলায় একটি কারখানা রয়েছে। তৃতীয় ও চতুর্থ তলায় প্লাস্টিকের খেলনা ও পলিথিন তৈরির কারখানা। নিচতলার হোটেলে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
(ঢাকাটাইমস/১৭আগস্ট/জেএ/এফএ)

মন্তব্য করুন