মেয়েকে ধর্ষণের মামলায় বাবা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২২, ১০:৫১| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৩২
অ- অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মেয়েকে ধর্ষণের অভিযোগে করা মামলায় তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। আসামির নাম আবুল হোসেন (৪০)।

পুলিশ জানায়, সোমবার নির্যাতনের শিকার মেয়েটির ডাক্তারি পরীক্ষা করানো হবে।

মামলা সূত্রে জানা যায়, ওই উপজেলায় আবুল হোসেনের মেয়ের স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তিনি বেশির ভাগ সময় কুষ্টিয়ায় নানার বাড়িতে থাকেন। মাঝে মধ্যে বাবার বাড়ি বেড়াতে যান।

গতকাল রবিবার সকালে বাড়িতে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করেন আবুল হোসেন। পরে ঘটনাটি তার মাকে জানায় মেয়েটি।

ওই ঘটনায় রাতে আবুল হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন তার মেয়ে। পরে অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আবুল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। সোমবার সকালে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হবে। এছাড়া গ্রেপ্তারকৃত আবুল হোসেনকে আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা