মাগুরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

“ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” এই স্লোগানে মাগুরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গবার বিকাল ৪টায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
এর আগে জেলার বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ১২ ও ১৩ সেপ্টেম্বর দুদিন ব্যাপী জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ৪৯ তম আসর অনুষ্ঠিত হয়।
জেলায় খেলাধুলার প্রসারে প্রতি বছরের মতো এবারো উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোকে নিয়ে এ আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহাদাত হোসেন মাসুদ, অ্যাডিশনাল এসপি মো. কলিমুল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
উল্লেখ্য, ফুটবল, হ্যান্ডবল, কাবডি, সাতার, দাবা এই ৪ ইভেন্টে খেলা হয়। এই খেলাগুলোতে যে দল জেলা পর্যায়ে বিজয়ী হয়েছে তারা বিভাগীয় পর্যায় অংশ গ্রহণ করবে।
(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসএম)

মন্তব্য করুন