বাংলাদেশ নারী ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:২৫
অ- অ+

কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশ নারী ফুটবল দলের এ সাফল্যে বাংলাদেশ দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘ভুটানকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে ভুটানকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। আমাদের মেয়েরা টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত খেলছে। আমি আশা করি, ফাইনালেও আমাদের মেয়েরা ভালো খেলেই চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় গৌরব অর্জন করবে।’

সেরা চারের এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের দলনেতা সাবিন খাতুন। চলতি টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক। এছাড়া সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানি সরকার, ঋতুপর্না চাকমা, মাসুরা পারভীন ও তহুরা খাতুনের দলের হয়ে একটি করে গোল করেছেন।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা