গাইবান্ধায় জেলা পরিষদ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৬
অ- অ+

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যন, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যসহ মোট ৪০ জন্য প্রার্থী প্রতিদ্বন্দিতা করতে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইকালে সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদের ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গোবিন্দগঞ্জের ৩ জন, সাঘাটার ২ জন ও সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন জেলা নির্বাচন কার্যালয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন,গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. অলিউর রহমান।

বাতিলকৃতরা হচ্ছেন- গোবিন্দগন্জে সংরক্ষিত নারী আসনের জাকারিয়া আক্তার বিজলী ও নুরজাহান বেগম। এছাড়া সাধারণ সদস্য পদে আব্দুল হান্নান আজাদ,আশরাফুল ইসলাম, খায়রুল বাশার ও গোলাম কবির। তবে চেয়ারম্যান পদে কোন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়নি বলে জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে।

গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. অলিউর রহমান ঢাকাটাইমসকে বলেন, নির্বাচনী তফসিল অনুযায়ী রোববার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ছিল। প্রার্থীতা প্রত্যাহার আগামী ২৫ সেপ্টেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। ওইদিন সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হবে।

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে ৭টি উপজেলার ৮০টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মোট ১ হাজার ১৩৪ জন ভোটার ভোট প্রদান করবেন। তাদের ভোটে ১ জন জেলা পরিষদ চেয়ারম্যান ৭ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হবেন।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
আমেরিকার নিউ জার্সিতে বিমান দুর্ঘটনা, ১৫ জন আহত
যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো আলোচনা হচ্ছে: আলী রীয়াজ
পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা