ফরিদপুরে হত্যা মামলায় নয়জনের যাবজ্জীবন

ফরিদপুরে একটি হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুর ২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ আদেশ দেন।
আদালত একই সাথে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা করে। জরিমানা অনাদায়ে প্রত্যেক আসামিকে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। রায়ের পর তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবর আলী (৭৩), মো. সাদ্দাম হোসেন (৩৩), মাসুদ শেখ (৫৩), মাহমুদ শেখ (৪৩), টেপু শেখ (৫৮), জুয়েল শেখ (৩৩), সাত্তার শেখ (৮৩), আবু তালেব শেখ (৪৩) ও সৈয়দ নেপুর আলী (৩৮)। তারা সবাই আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আটকবানা গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ওই গ্রামে একটি মসজিদের ইমাম নিয়োগকে কেন্দ্র করে ২০১৩ সালের ২১ জুন দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এতে মাহফুজার শেখ (৪০) নামে এক ব্যক্তি আহত হয়ে চিকিৎসাধীন অবস্থার মারা যান।
এ ঘটনায় মাহফুজার শেখের চাচা মোক্তার শেখ (৭৬) বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা করেন।
আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম তদন্ত শেষে ২০১৪ সালের ২৯ এপ্রিল এহজাহারভুক্ত ১০ জনকেই আভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। তবে মামলা চলার সময়ে আবু বক্কার শেখ (৫০) মারা যান। ফলে তার নাম আসামির তালিকা থেকে বাদ দেয় আদালত।
আদালতের সহকারী সরকারি কৌশলী (এপিপি) নওয়াব আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সাভারে টাইগার্স ক্লাবের একাদশ কনভেনশন অনুষ্ঠিত

তাড়াশের মাঠে মাঠে সরিষার হলুদের সমারোহ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

টাঙ্গাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ, নিহত ২

মৌলভীবাজারে ৪টি আসনে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়নপত্র বৈধ

ঝিনাইদহে ৭ জনের মনোনয়নপত্র বাতিল

সাতক্ষীরার ৪টি আসনে ৩৭ জনের মধ্যে ৩৬টি মনোনয়নপত্র বৈধ
