ডলার চুরির ঘটনায় বাফুফের জিডি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৫

যেসকল মেয়েরা দেশকে এনে দিলো সম্মানসূচক সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি, বিমানবন্দরে তাদের লাগেজ থেকেই চুরি হয়েছে ডলার। এবার সেই ঘটনার জের ধরে মতিঝিল থানায় জিডি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) লিগ্যাল উইং।

এদিকে বিমানবন্দর থানাতেও সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে বলে জানান সেক্রেটারি আবু নাইম সোহাগ।

এ বিষয়ে আবু নাইম সোহাগ বলেন, ‘আমরা মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি। এদিকে বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করার প্রক্রিয়া চলছে। সেখানে বাফুফে লিগ্যাল ডিপার্টমেন্টের লোকেরা কাজ করছে।’

তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চুরি হওয়া জিনিসপত্র পাওয়া না গেলে কি হবে, এ বিষয়ে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ঢাকার শাহজালাল বিমানবন্দরে ডলার চুরি ঘটনার প্রমাণ না পাওয়া গেলে আমরা নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করবো।’

এর আগে বুধবার বাংলাদেশ সময় দুপুর পৌনে ২টা নাগাদ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাবিনাদের বহন করা বিমানটি। এরপর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে কার্যালয়ে যায় পুরো দল। দেশবাসীর সঙ্গে আনন্দের ভাগাভাগি করার মুহূর্তে লাগেজের দিকে নজর ছিলো না কার। এরপর লাগেজে চোখ পড়তেই লেগে ডলারসহ বেশকিছু জিনিস চুরি হয়ে গেছে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে যাচ্ছেন তাসকিন আহমেদ 

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা: থাকছেন তাসকিন বাদ সাইফউদ্দিন 

কোচ নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে সাকিবের একাকী অনুশীলন

বিশ্বকাপের দল ঘোষণা আজ, থাকছেন তাসকিন?

আইকন হিসেবে মোস্তাফিজকে দলে ভেড়ালো ডাম্বুলা থান্ডার্স

তারকা ক্রিকেটারদের ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

৪০০ কোটি আয়, তবুও টিম মালিক কেন খেলোয়াড়ের প্রতি ক্ষুব্ধ, প্রশ্ন শেবাগের

উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবাকে টপকে বিশ্বরেকর্ড বাবর আজমের

বিশ্বকাপের দল ঘোষণা কবে জানাল বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :