জিএম কাদের থাক‌লে দলে যাব না, প্রয়োজ‌নে এম‌পি পদ ছেড়ে দেব: রাঙ্গা

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ২২:৫০
অ- অ+

জাতীয় পার্টি থেকে সদ্য অব্যাহতি পাওয়া দলের সাবেক মহা‌স‌চিব ও সংস‌দের চিফ হইপ ম‌শিউর রহমান রাঙ্গা এম‌পি বলেছেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০ ধারায় দলের প্রধানকে যে বিশেষ ক্ষমতা দেয়া হয়েছে, তা অবৈধ।

অবিলম্বে এ ধারা বাতিলের দাবি জানিয়ে জাপার সা‌বেক এ নেতা বলেন, প্রয়োজনে এমপি পদও ছেড়ে দেব। তবে জিএম কাদের যতদিন থাকবেন, ততদিন দলে ফেরত যাব না।

বৃহস্পতিবার বনানীতে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তি‌নি এসব কথা বলেন।

জাতীয় পা‌র্টি হু‌সেইন মুহম্মদ এরশাদ ও তার স্ত্রী বেগম রওশন এরশা‌দের দল ব‌লে দা‌বি ক‌রে‌ রাঙ্গা ব‌লেন, জাতীয় পা‌র্টি এরশাদ ও তার স্ত্রী বেগম রওশন এরশা‌দের দল। আপনারা বল‌তে পারতেন এরশা‌দের ব‌্যক্তিগত দল। পিতার মৃত‌্যুর পর সম্প‌ত্তির ভাগ ভাই পায় না, পায় তার স্ত্রী ও সন্তান। সুতরাং উ‌নি ভাই হি‌সে‌বে দা‌বি কর‌তে পা‌রেন না জাতীয় পা‌র্টি তার দল। অথচ উ‌নি (‌জি এম কা‌দের) দলের চেয়ারম‌্যান হ‌য়ে এ‌কের পর এক অন্যায় ক‌রছেন। কিন্তু এরশা‌দের স্ত্রী বেগম রওশন এরশাদ সেটা কখনও করেন‌নি। সু‌যোগ ছিল, তারপরও রওশন এরশাদ কখনও চেয়ারম্যানের দা‌য়িত্ব পালন ক‌রেন‌নি।

রাঙ্গা ব‌লেন, আমি দ‌লের মহাস‌চিব। কিন্ত‌ আমার স্বাক্ষর ছাড়াই নির্বাচন ক‌মিশ‌নে দ‌লের গঠনতন্ত্র জমা দি‌য়ে‌ছেন। আই‌নে আ‌ছে দ‌লের চেয়ারম‌্যান ও মহা‌সচি‌বের স্বাক্ষর থাক‌তে হ‌বে। উ‌নি (‌জিএম কা‌দের) একক স্বাক্ষ‌রে সেটা জমা দি‌য়ে‌ছেন।

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা