নয়াপল্টনে যুবদল নেতা শাওনের জানাজা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত যুবদল নেতা শহীদুল ইসলাম শাওনের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মাগরিব নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এই জানাজা হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে শাওনের লাশ নয়াপল্টনে নিয়ে আসা হয়।
জানাজায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর বীর উত্তম, আব্দুল্লাহ আল নোমান, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, আবদুস সালাম আজাদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুব দলের সুলতান সালাউদ্দীন টুকু, মামুন হাসান, মোনায়েম মুন্নাসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন মৃত্যুবরণ করেন। গত বুধবার মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুরে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে শাওন আহত হন। গুরুতর অবস্থায় তাকেসহ জাহাঙ্গির মাদবর, তারেক হোসেনকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়।
বিএনপির দাবি, পুলিশের গুলিতে মারা গেছেন শাওন। মুন্সীগঞ্জ জেলার মীর কাদিম পৌরসভার ৮ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি।
ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/ইএস

মন্তব্য করুন