শাসন করায় শিক্ষককে ছাত্রের তিন রাউন্ড গুলি!

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১১:০৫

ক্লাসে ধমক দিয়েছিলেন শিক্ষক। স্কুলের বাইরে বের হতেই বন্দুক উঁচিয়ে সেই শিক্ষককেই তাড়া করল ছাত্র। তারপর শিক্ষকের মাথা ও বুক লক্ষ্য করে পর পর তিন তিনটি গুলি। কিন্তু অনভ্যস্ত হাতে বন্দুকের নিশানা গেল নড়ে। গুলি খেয়েও প্রাণে বাঁচলেন শিক্ষক। শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সীতাপুরের একটি স্কুলে গোলমাল করার জন্য দশম শ্রেণির এক ছাত্রকে বকুনি দিয়েছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক। ক্লাসের মধ্যে বকুনি হজম করলেও স্কুল থেকে বেরিয়েই ওই শিক্ষককে তাড়া করে ছাত্রটি। হাতে দেশি বন্দুক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা।

সিসিটিভির ভিডিওতে দেখা যায়, শিক্ষক দৌড়াচ্ছেন, পেছনে দেশি বন্দুক হাতে ছাত্র। শিক্ষককে নিশানা করে পরপর তিন বার গুলি চালায় ছাত্রটি। কিন্তু তিন বারই লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। পালাতে গিয়ে আশপাশের লোকেরা তাকে ধরে ফেলেন। ছিনিয়ে নেওয়া হয় বন্দুক।

গুলিবিদ্ধ শিক্ষককে লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের বিছানায় শুয়ে ওই শিক্ষক জানিয়েছেন, ওই পড়ুয়া যে বকুনি খেয়ে এমন কাণ্ড ঘটাবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তিনি।

এদিকে ঘটনার পর পলাতক ওই ছাত্র এবং তার পরিবারও। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দশম শ্রেণির পড়ুয়া হাতে বন্দুক পেল কী করে তাও ভাবাচ্ছে পুলিশকে। অভিযুক্ত ওই ছাত্রের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ফের দফায় দফায় ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান

ইরানে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র নিজেরাই ধ্বংস করে ইসরায়েল!

মালদ্বীপে সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী চীনপন্থি প্রেসিডেন্ট মুইজ্জুর দল

পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট রাইসি 

ব্যর্থতার দায় নিয়ে ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধানের পদত্যাগ 

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তুরস্কের

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর রকেট হামলা  

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যানের প্রতিশ্রুতি নেতানিয়াহুর

মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় ক্ষুব্ধ ইসরায়েল, চলছে তদবির

এই বিভাগের সব খবর

শিরোনাম :