বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া সাবসিডিয়ারিতে ঋণ-বিনিয়োগ নয়

এখন থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব সাবসিডিয়ারি বা সহযোগী প্রতিষ্ঠানে ঋণ দেওয়া বা বিনিয়োগ করা, সুদ বা মুনাফা মওকুফ এবং বিতরণকৃত ঋণ অবলোপন করা যাবে না।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, লক্ষ করা যাচ্ছে যে, কতিপয় আর্থিক প্রতিষ্ঠান আইনের ব্যত্যয় ঘটিয়ে সাবসিডিয়ারি/সহযোগী প্রতিষ্ঠানগুলোতে সীমাতিরিক্ত বিনিয়োগ করছে। উক্ত প্রতিষ্ঠানগুলোতে দেওয়া ঋণের সুদ মওকুফ কিংবা ঋণ অবলোপনের ক্ষেত্রে বিদ্যমান বিধি-বিধান লঙ্ঘনের ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এর ফলে আর্থিক খাতের ঋণ শৃঙ্খলা ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানগুলোর ঋণ/বিনিয়োগ ফেরত না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ অবস্থায় আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের স্বার্থে এবং এ খাতে ঋণ শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে এখন থেকে আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব সাবসিডিয়ারি/সহযোগী প্রতিষ্ঠানে ঋণ দেওয়া বা বিনিয়োগ করা, সুদ বা মুনাফা মওকুফ ও বিতরণকৃত ঋণ অবলোপনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা অবিলম্বে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এসকেএস)
সংবাদটি শেয়ার করুন
অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত
অর্থনীতি এর সর্বশেষ

পাঁচ মাসে রিজার্ভ কমেছে ৬ বিলিয়ন ডলার

বেসামাল বাজার, সরকারের নজর নির্বাচনে

অবিশ্বাস্য ছাড়ে স্বপ্নতে পাওয়া যাচ্ছে মাছ-মাংস, তেলসহ নানান পণ্য

সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘বিজনেস ডেভেলপমেন্ট ক্যাম্পেইন’ উদ্বোধন

ব্যাংক এশিয়ার সঙ্গে কমার্স প্লেক্সের রেমিট্যান্স সেবা চুক্তি স্বাক্ষর

নোয়াখালী-ফরিদপুরে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা বিষয়ক সভা

এক যুগ দায়িত্ব পালন শেষে আইপিডিসি ছাড়ছেন মমিনুল ইসলাম
