সিরাজগঞ্জে ধর্মসভা মন্দির পরিদর্শন করলেন পুলিশ সুপার

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩২

আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শহরের কালীবাড়ি গোবিন্দ বাড়ি ধর্মসভা মন্দির পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিপিএম বার, পিপিএম বার।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টায় কালীবাড়ি গোবিন্দ বাড়ি মন্দিরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে পরিদর্শন করেন নবাগত পুলিশ সুপার।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ও সিরাজগঞ্জ সদর সার্কেল মো. জসিম উদ্দিন পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হীরক গুন, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সন্তোষ কুমার কানুসহ প্রমুখ।

এসময় নবাগত পুলিশ সুপার বলেন, হিন্দু ধর্মের সব চেয়ে বড় পূজা হলো শারদীয় দুর্গা পূজা। সরকার পূজাকে সামনে রেখে সর্বোচ্চ অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীকে মাঠে থাকতে নির্দেশ দিয়েছেন। সিরাজগঞ্জ জেলা পুলিশের চৌকস গোয়েন্দা বাহিনীর পাশাপাশি আপনাদের মন্দির কমিটির সেচ্ছাসেবক টিম সব সময় তৎপর রাখবেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা হলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন, আমরা সর্বোচ্চ অবস্থায় মোকাবেলা করতে সক্ষম হব। সিরাজগঞ্জের সুন্দর পরিবেশ ও আইন-শৃঙ্খলা ঠিক রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে আমি কাজ করে যাব।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :