বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ অক্টোবর ২০২২, ১৫:৩৪

ফরিদপুরের বোয়ালমারীতে কামাল হোসেন নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার দুপুরে বোয়ালমারী পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডের রায়পুর গ্রামের এইচ আর এস ইংলিশ একাডেমির সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আহত ব্যবসায়ী কামাল হোসেনের চাচাতো বোন রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি তামান্না নাজমিন রেশমি, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নেলোয়ার হোসেন নিলু, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. রবিউল ইসলাম প্রমুখ।

এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা। বক্তারা অভিযোগ করেন ঘটনার পর দুইদিন অতিবাহিত হলেও থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি পুলিশ।

জানা যায়, ব্যবসায়ী কামাল হোসেনের সঙ্গে সোবাহান গংদের পূর্ব শত্রুতায় গ্রাম্য কোন্দল চলছিল। এর জের ধরে গত ২৮ সেপ্টেম্বর রাতে ব্যবসায়িক কাজ শেষে পৌরসভার রায়পুর গ্রামের বাসিন্দা কামাল হোসেন বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির সামনে থেকে একই গ্রামের সোবাহান, মিজান, লালচাঁনের নেতৃত্বে ভাড়াটে দুর্বৃত্তরা কামালকে পিটিয়ে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত করে।

পরে স্থানীয়রা হামলায় আহত কামালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার সময় কামালের কাছে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

এ বিষয়ে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ঘটনার সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানায় দুপক্ষই অভিযোগ দিয়েছেন। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০১অক্টোবর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন: দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

রিভিউয়ের মাধ্যমে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় নিয়ে আসা হবে: সিসিক মেয়র

এসএসসির ফলাফলে গোপালগঞ্জ জেলায় তৃতীয় রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

টানা দ্বিতীয়বার ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান হলেন মিরাজুল ইসলাম

সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেপ্তার

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন 

সোনারগাঁয়ে দুই কোটি টাকার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

এসএসসিতে যশোর বোর্ডে সেরা সাতক্ষীরা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি

এই বিভাগের সব খবর

শিরোনাম :