চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২২, ১৮:৫২
অ- অ+

চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য নিতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় হাসিবুল ইসলাম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুল ইসলাম একই উপজেলার বড়শলুয়া গ্রামের বেলেমাঠপাড়ার মৃত নওশাদ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে টিসিবির পণ্য কিনতে সাইকেলযোগে তিতুদহ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন হাসিবুল। এসময় বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সদর হাসপাতালের চিকিৎসক নূর জাহান রুমী জানান, সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত জখম হন হাসিবুল ইসলাম। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। ভর্তির কয়েক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর মোটরসাইকেল চালক বিদ্যুৎ ও আরোহী রাজুকে আটক করে থানায় নেয়া হয়েছে। জব্দ করা হয়েছে মোটরসাইকেলটি।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
আমেরিকার নিউ জার্সিতে বিমান দুর্ঘটনা, ১৫ জন আহত
যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো আলোচনা হচ্ছে: আলী রীয়াজ
পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা