চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গায় টিসিবির পণ্য নিতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় হাসিবুল ইসলাম (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবুল ইসলাম একই উপজেলার বড়শলুয়া গ্রামের বেলেমাঠপাড়ার মৃত নওশাদ আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে টিসিবির পণ্য কিনতে সাইকেলযোগে তিতুদহ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন হাসিবুল। এসময় বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সদর হাসপাতালের চিকিৎসক নূর জাহান রুমী জানান, সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত জখম হন হাসিবুল ইসলাম। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। ভর্তির কয়েক ঘন্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম লুৎফুল কবীর বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর মোটরসাইকেল চালক বিদ্যুৎ ও আরোহী রাজুকে আটক করে থানায় নেয়া হয়েছে। জব্দ করা হয়েছে মোটরসাইকেলটি।
(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

ক্যান্টনমেন্টে গঠিত দল গণতান্ত্রিক হয় না: শিক্ষামন্ত্রী

নোয়াখালীতে কৃষি জমিতে মাটি কাটায় অর্থদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

‘গ্রামে গঞ্জে মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে’

গাজীপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বৃদ্ধাকে যুবলীগ নেতার ঘর উপহার

‘বাসন্তী মার্কা মিথ্যা প্রচারণায় আমরা যেন বঙ্গবন্ধু কন্যাকে না হারাই’

চুয়াডাঙ্গায় ট্রাক্টরচাপায় কৃষক নিহত

কুষ্টিয়ায় দুদকের মামলায় গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার কারাদণ্ড
