রেডিও তেহরানের শ্রোতা বাড়াতে শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২২, ০৯:৩২| আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ০৯:৫৯
অ- অ+

রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধি ও ‘প্রিয়জন’ অনুষ্ঠানকে জনপ্রিয় করতে বাংলাদেশের কিশোরগঞ্জের ‘আইআরআইবি ফ্যান ক্লাব’ এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে ‘শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতা’র আয়োজন করেছে।

প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক বাংলাভাষী শ্রোতাদেরকে রেডিও তেহরানের অনুষ্ঠানের ওপর মতামত জানিয়ে প্রতি মাসে ন্যূনতম দুটি করে চিঠি লিখতে হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি মাসে চারজনকে ‘শ্রেষ্ঠ পত্রলেখক’ নির্বাচন করে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। আর বিজয়ীদের লেখাগুলো রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডেতে প্রকাশ ও প্রিয়জনে প্রচার করা হবে।

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে যে দুজন বিজয়ী হবেন তাদেরকে ‘আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ’ এবং ভারত থেকে বিজয়ীদেরকে ‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব’ পুরস্কৃত করবে।

নিয়মাবলি:

১. একটি ইমেইল আইডি থেকে একজন প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন।

২. চিঠিতে প্রতিযোগীর নাম, পূর্ণ ডাক ঠিকানা ও মোবাইল নম্বর ইংরেজিতে উল্লেখ করতে হবে। সেইসাথে একটি ছবি পাঠাতে হবে।

৩. চিঠি পাঠাবেন এই ইমেইল ঠিকানায়: [email protected]

তবে, বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীরা [email protected] ইমেইলে আর ভারতের অংশগ্রহণকারীরা [email protected] মেইলে একটি কপি CC করবেন।

৪. ইমেইলে সাবজেক্টের স্থানে ‘Letter writing contest- 2022’ লিখতে হবে।

৫. প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তামাকের কারণে প্রতিদিন ৪৪২ মৃত্যু ঠেকাতে ঢাবিতে প্রতীকী কফিন র‍্যালি
নতুন বাংলাদেশ গড়তে বিচার, সংস্কার এবং সংবিধানের মাধ্যমে এগোতে হবে: নাহিদ ইসলাম
গুম সংক্রান্ত কমিশনে নিখোঁজ ২০০ ব্যক্তির তথ্য হস্তান্তর
কুমিল্লায় মা, মেয়ে ও ছেলে হত্যার ঘটনায় ৮ জনের তিনদিনের রিমান্ড 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা