পাওয়ারটিলারের চাকায় বাতাস দিতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২২, ১৫:০৩
অ- অ+

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পাওয়ারটিলারের চাকায় বাতাস দিতে গিয়ে আব্দুর রহমান (১৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান একই উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের মসজিদপাড়ার ফখরুদ্দিন আলীর ছেলে। রঘুনাথপুর বাজারের ইসলাম ওয়েল্ডিং ওয়ার্ক শপে কাজ করতো সে।

ইসলামের ইসলাম ওয়েল্ডিং ওয়ার্ক শপের মালিক সিরাজুল ইসলাম জানান, আব্দুর রহমান কিছুদিন ধরে আমার ওয়ার্কশপে কাজ করে। আজ দুপুরে সে দোকানের ভেতর খাওয়ার জন্য গিয়েছিল। এসময় আমার অনুমতি ছাড়াই একটি পাওয়ারটিলারের চাকায় বাতাস দেয় সে। অতিরিক্ত বাতাস দেয়ায় চাকাটি বিস্ফোরিত হয়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। তাকে দ্রুত উদ্ধার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যায় আব্দুর রহমান। তার মরদেহ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ নিষিদ্ধ করায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে: প্রেস সচিব
সিলেটে আ. লীগ নেতাকে হেনস্থার অভিযোগে বিএনপি নেতাকে শোকজ
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সেরা ক্রিকেটার বিরাট কোহলি
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা