শ্রীলঙ্কা নয়- সিঙ্গাপুরের পথে ধাবিত হবে দেশ: হুইপ স্বপন

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২, ১৬:৪৪
অ- অ+

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ পরিকল্পনায় উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ। দেশের প্রতিটি ক্ষেত্রে আজ প্রযুক্তির ছোঁয়া লেগেছে। বর্তমানে দেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, রাজাকাররা উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তৎপর রয়েছে।

শুক্রবার দুপুরে সার্কিট হাউজ মাঠে জয়পুরহাটে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন,দেশ যখন এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাওয়া নিন্দুকরা সহ্য করতে পারছে না। তারা বারবার বলছে- বাংলাদেশ শ্রীলঙ্কা হবে ধ্বংস হয়ে যাবে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে গর্ব করে বলতে পারি- আমাদের দেশ এগিয়ে চলছে, আমাদের দেশ এগিয়ে যাবে। আমাদের দেশ শ্রীলঙ্কা নয়- সিঙ্গাপুরের পথে ধাবিত হবে।

তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো একক ব্যক্তি বা দলের ভিশন নয়। এটি এখন পুরো দেশের উন্নয়নের ভিশনে পরিণত হয়েছে। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চলতি মৌসুমে ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
জবি ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল, সেক্রেটারি আরিফ
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে চবির ৩ শিক্ষার্থী ভেসে গেলেন, ১ জনের মৃত্যু
বিএনপি মহাসচিবের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা