মুম্বাই হামলার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত: ইসলামিক মুভমেন্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ১৯:৪০
অ- অ+

১৪ বছর আগে ভারতের মুম্বাইয়ে তাজ হোটেল ও এর আশপাশে জঙ্গি হামলা ছিল পাকিস্তানের রাষ্ট্রীয় মদদপুষ্ট হত্যাকাণ্ড। এ ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের নেতারা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে ১৪ বছর আগে মুম্বাইয়ে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ ও জঙ্গিবাদ নির্মূলের দাবিতে এক মানববন্ধনে এ মন্তব্য করেন ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের নেতারা।

দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান বলেন, মুম্বাইয়ের তাজ হোটেলে হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ ইসলামি নামধারী জঙ্গি গোষ্ঠী জড়িত ছিল। ইসলাম কখনো অন্যের অধিকার কেড়ে নেয় না এবং কাউকে তা করতে উৎসাহিতও করেনা।

তিনি মুম্বাই হামলার সকল ডকুমেন্ট প্রস্তুত করে আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের বিরুদ্ধে মামলা করার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানান।

মানবন্ধনে আরও বক্তব্য রাখেন নেজামে ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারিসুল হক, মহাসচিব মুফতি আহসান উল্লাহ সালামি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব আলহাজ্ব আজম খান, ইসলামিক মুভমেন্টের যুগ্ম মহাসচিব মো. নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব মুফতি রফিকুল ইসলাম, বাংলাদেশ মুসলিম জনতা পার্টির চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, ইসলামকি মুভমেন্টের যুগ্ম মহাসচিব মো. নূর ই হেলাল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ হোসাইন আকন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এমএইচ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল 
ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত 
এনসিপি ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম
লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের আন্তর্জাতিক বাজার জয়ের কৌশলগত বিশ্লেষণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা