আলফাডাঙ্গা প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ১৯:৪৯
অ- অ+

প্রতিষ্ঠার দীর্ঘ তিন যুগ পরে সাংবাদিকদের স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নিজস্ব জায়গায় নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় আলফাডাঙ্গা সদর বাজারের প্রেসক্লাব চত্বরে (লোকাল বাসস্ট্যান্ড) অবস্থিত নবনির্মিত এ ভবনের লাল ফিতা কেটে উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে আলফাডাঙ্গা প্রেসক্লাব প্রতিষ্ঠার পর বিভিন্ন স্থানে ভাড়া কার্যালয়ের মাধ্যমে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে আসছিলেন সাংবাদিকেরা। দীর্ঘ তিন যুগেও নিজস্ব জমি কেনা বা কার্যালয় নির্মাণ করতে না পারায় ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, তৎকালীন ইউএনও তৌহিদ এলাহী ও পৌর মেয়র সাইফুর রহমান সাংবাদিকদের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে আসেন। সেই সুবাধে প্রেসক্লাবের নামে লোকাল বাসস্ট্যান্ড এলাকায় জমি বরাদ্দে অকৃপণ সহযোগিতা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম ও সাধারণ সম্পাদক আলমগীর কবীরের সঞ্চালনায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ্ জাহাঙ্গীর আলম, আলফাডাঙ্গা থানার ওসি মো. আবু তাহের, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, নাজমা মেডিকেয়ারের পরিচালক হারুনুর রশীদ, ধামরাই সরকারি কলেজের প্রভাষক শহীদুল্লাহ নজীর মাসুদ, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনু, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল প্রমুখ।

এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রেসক্লাবের বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা, স্থানীয় সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পরে সাংবাদিকদের নিজস্ব জায়গায় কার্যালয় নির্মাণে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সাংবাদিক মহল।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল 
ডাবলিনে গ্রেটার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের বার্ষিক সভা অনুষ্ঠিত 
এনসিপি ফের গোপালগঞ্জ যাবে, প্রতিটি ঘরে গণঅভ্যুত্থানের পতাকা উড়বে: নাহিদ ইসলাম
লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের আন্তর্জাতিক বাজার জয়ের কৌশলগত বিশ্লেষণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা