বরিশালে বাসার ছাদে স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

বরিশালে পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা করলেন স্ত্রী। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনা সূ্ত্রে জানা যায়, বরিশাল নগরীর পলাশপুর এলাকার দলিল উদ্দিন স্কুল সংলগ্ন মৃত শেখ দেলোয়ার হোসেনের ছেলে শেখ ইকবাল কবিরকে (৬০) কুপিয়ে হত্যা করেছেন তার স্ত্রী।
সোমবার রাত ১০টার দিকে বাসার ছাদে বসা ছিলেন স্বামী শেখ ইকবাল কবির। এ সময় পেছন থেকে ইকবালকে এলোপাথাড়ি কোপ দেন স্ত্রী জাফরিন আরা পপি। তখন ইকবালের ডাকচিৎকার শুনে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
শেবাচিম হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের পরামর্শে গুরুতর আহত ইকবালকে ঢাকায় নেয়ার পথে রাত ১টার দিকে মারা যান তিনি। এ ঘটনায় বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করবেন নিহত শেখ ইকবালের ভাতিজা সোহাগ। নিহত শেখ ইকবাল দুই কন্যা সন্তানের জনক ছিলেন।
কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর এনামুল জানান, সোমবার দিবাগত রাতে পলাশপুর এলাকায় স্বামীকে কুপিয়েছে স্ত্রী। এমন সংবাদের খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে স্ত্রী জাফরিন আরা পপিকে গ্রেপ্তার করি। তিনি আরো বলেন, নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল বলেন, নগরীর পলাশপুর এলাকায় স্বামীকে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনায় স্ত্রী জাফরিন আরা পপিকে গ্রেপ্তার করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

লালমনিরহাটে বীর মুক্তিযোদ্ধা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মহেশপুরে বিজিবির অভিযানে বছরে ৪২ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ

মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আরজু আর নেই

সাড়ে ১১ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুরে হঠাৎ তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরে বাসচাপায় ভ্যানযাত্রী নিহত

জামালপুরে রাতের আঁধারে চুরি হচ্ছে কঙ্কাল

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

বগুড়ায় কয়েদির মৃত্যু
