রাজধানীতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২২, ২২:২৬
অ- অ+

রাজধানীর রামপুরার বউবাজার এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তার নাম সুমন (২০)। মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার নেকপক্ত বাজার এলাকার রামনাথের ছেলে।

নিহত সুমন ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। মঙ্গলবার সকালে ভবনটির ছয় তালাতে কাজ করার সময় হঠাৎ ভবন থেকে পড়ে যায় সুমন। এরপর আহতাবস্থায় তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমনের সহকর্মী আলম জানান, ওই ভবনের ছয়তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় সুমন।পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী
পাংশায় আত্মহত্যার প্ররোচনা মামলার এজাহারনামীয় আসামি গ্রেপ্তার
শেখ হাসিনা পালানোর আগে স্বজনদেরকে খুদে বার্তা পাঠিয়েছিল: আলাল
মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকালে সম্মিলিত পেশাজীবী পরিষদের শোক প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা