চীনে বিক্ষোভকারীদের খুঁজে বের করছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২২, ০৯:০৮| আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১১:৩৭
অ- অ+

চীনে কোভিড বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া নাগরিকদের খুঁজে বের করছে পুলিশ। বেইজিংয়ে কয়েকজন জানিয়েছেন, পুলিশ ফোন করে তাদের অবস্থান জানতে চেয়েছে। তবে তাদের পরিচয় পুলিশ কী করে জেনেছে সেটি পরিষ্কার নয়। অন্যদিকে বিক্ষোভের পরে ‘শত্রু শক্তির’ বিরুদ্ধে ক্র্যাকডাউনের (কঠোর ব্যবস্থা) আহ্বান জানিয়েছে শীর্ষ নিরাপত্তা সংস্থা। খবর রয়টার্স, বিবিসি।

একজন নারী জানিয়েছেন, তিনি এবং তার পাঁচ বন্ধু পুলিশের কাছ থেকে ফোনকল পেয়েছেন। তারা বেইজিংয়ের বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

একজন পুলিশ কর্মকর্তা ফোন করে কোনো সাড়া না পেয়ে ওই নারীর এক বন্ধুর বাসায় যায়। জানতে চায় তারা বিক্ষোভস্থলে গিয়েছিলেন কিনা।

পুলিশের দাবি, ওই গণজমায়েত অবৈধ ছিল।

আরেকজন বলেন, তাদেরকে পুলিশ স্টেশনে হাজির হয়ে গত রবিবার রাতে কী করেছেন সে সম্পর্কে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বেইজিংয়ের একজন বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, ‘আমরা মরিয়া হয়ে আমাদের চ্যাট হিস্ট্রি মুছে দিচ্ছি। পুলিশ আমার এক বন্ধুর পরিচয়পত্র দেখে তাকে ধরে নিয়ে গেছে। কয়েক ঘন্টা পর তারা তাকে ছেড়ে দেয়।’

পুলিশ রাস্তায় লোকজনকে থামিয়ে তাদের ফোন চেক করছে বলে খবর পাওয়া যাচ্ছে। ভিপিএন আছে কিনা কিংবা চীনে বন্ধ থাকা টেলিগ্রাম বা টুইটারের মতো অ্যাপ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে মোবাইলে।

উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণের বিস্তার রোধে কয়েক মাস ধরে দেশজুড়ে ‘শূন্য কোভিড নীতি’ বাস্তবায়ন করছে চীন সরকার।

এদিকে বিবিসি জানিয়েছে, চীনের শীর্ষ নিরাপত্তা সংস্থা কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভের পরে ‘শত্রু শক্তির’ বিরুদ্ধে ক্র্যাকডাউনের (কঠোর ব্যবস্থা) আহ্বান জানিয়েছে।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৫ বছর পর পাকিস্তানে কার্যক্রম বন্ধ করল মাইক্রোসফট
২ ঘণ্টা পর রানওয়ে থেকে সরানো হলো সেই বিমান 
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত, আহত ১০
মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা, ৬ জনকে আটক করেছে র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা