নন্দীগ্রামে সাংবাদিক নজরুলের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২২, ২০:৪১

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের দপ্তরসম্পাদক ও সাংবাদিক নজরুল ইসলাম দয়ার বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকালে নন্দীগ্রাম সদরের বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে প্রেসক্লাবসহ তিনটি সাংবাদিক সংগঠন ও পত্রিকার এজেন্টরা মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নজরুল পুলিশের সোর্স নন। শিক্ষাগত যোগ্যতা আছে বলেই তিনি জাতীয় দৈনিকে বৈতনিক নিয়োগ পেয়েছেন। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা হয়নি। ছবি এডিটিং করে গ্রেপ্তার গুজব ছড়ানো হয়েছে। প্রমাণ ছাড়া চাঁদাবাজির অভিযোগও ভিত্তিহীন। এ মিথ্যাচার ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

বক্তারা আরও বলেন, উপজেলার কৈগাড়ী গ্রামে সাংবাদিক পরিবারের জায়গা জবরদখলে ব্যর্থ হয়ে থানা গেট এবং উপজেলা গেটের আশপাশে ঘুরে বেড়ানো দালাল সিন্ডিকেট ও কতিপয় কয়েকজন নেতার মদদে পরিকল্পিতভাবে সাংবাদিক নজরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কৈগাড়ীর দাদন ব্যবসায়ী রহিম ও হাটখোলার ডাক্তার পরিচয়ধারী গোলামসহ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ লিটন, মডেল প্রেসক্লাবের সহ সভাপতি সুমন সরকার বুদু।

উপস্থিত ছিলেন সময়ের কাগজের জেলা প্রতিনিধি এমদাদুল হক, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সাংবাদিক ফরিদ উদ্দিন, রাসেল মাহমুদ, শাহীন আলম সাজু, আবু সাইদ, মিজানুর রহমান, পত্রিকার এজেন্ট শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

এদিকে সাংবাদিক নজরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. বকুল হোসেন, সাবেক সভাপতি ফজলুর রহমান, সহ সভাপতি জুলফিকার আলী ভূট্টো, সাধারণ সম্পাদক ফিরোজ কামাল ফারুক, যুগ্ম সম্পাদক আকতার হোসেন দুলাল, সিনিয়র সাংবাদিক নাজির হোসেন, নুর মোহাম্মদ বাদশাসহ স্থানীয় সাংবাদিকরা।

ঢাকাটাইমস/০১ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :