মোরাতার গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল স্পেন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২২, ০১:৫১

একদিকে এক ম্যাচে হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা স্পেন তৃতীয় ম্যাচেও খেলছে দুর্দান্ত। জাপানের বিপক্ষে খেলতে নেমে পেয়েছে গোলের দেখা। ফলে আলভারো মোরাতার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে গেল স্পেন।

খলিফা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে জাপানকে পাত্তাই দিচ্ছে না স্পেন। পুরো ম্যাচের ৮৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখেছে স্প্যানিশ ফুটবলাররা। আর জাপানের গোলবার বরাবর শট নিয়েছে মোট তিনটি। পেয়েছে একটি গোলের দেখা।

অন্যদিকে পুরো ম্যাচের কেবল ১৭ শতাংশ সময় নিজেদের কাছে বল রাখতে পেরেছে জাপানের ফুটবলাররা। আক্রমণেও কোনো ধার ছিল না এশিয়ান জায়ান্টদের। জার্মানির গোলবার বরাবর একটি শটও নিতে পারেননি দলটির ফুটবলাররা।

স্পেন একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)

উনাই সিমন, আজপিলইকুয়েতা, রড্রি, পাউ টরেস, বালদে, সার্জিও বুসকেটস, গাভি, পেড্রি, নিকো উইলিয়াম, মোরাতা, দানি ওলমোকোচ: লুইস এনরিকে

জাপান একাদশ: (ফরমেশন:৪-২-৩-১):

সুইচি গোন্দা, মায়া ইয়োশিদা, কউ ইতাকুরা, ইয়োতো নাগাতোমো, তানিগুশি, দাইচি কামাদা, তানাকা, ইতো, কুবো, মায়েদা, মোরিতা কোচ: হাজিমে মরিয়াসু।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :