সব দেশের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২২, ১৪:০৮| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৪:৩৮
অ- অ+
ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিয়ে যাওয়া প্রতিরক্ষা নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ‘কারও সঙ্গে বৈরিতা নয় সব দেশের সঙ্গে বন্ধুত্ব’ চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের জন্য একটি প্রতিরক্ষা নীতিমালা দিয়ে গেছেন। সেটি হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।’

‘পৃথিবীর মধ্যে বাংলাদেশ একটি দেশ যে প্রতিটি দেশের সঙ্গেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবং সেই সম্পর্ক আমরা ধরে রাখতে পেরেছি।’

ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২২-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ঢাকার মিরপুর সেনানিবাসের ডিএসসিএসসি শেখ হাসিনা কমপ্লেক্সে সোমবার সকালে এই গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ যুদ্ধ নয় শান্তি চায় উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না, শান্তি চাই। যুদ্ধের ভয়াবহতা আমরা দেখেছি। কারও সঙ্গে কোনো সমস্যা থাকলে আমরা সেটি আলোচনার মাধ্যমে সমাধান করি।’

বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নত করাই তার সরকারের লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদ, মাদক, দুর্নীতি থেকে দেশকে মুক্ত রেখে আমরা আর্থসামাজিক উন্নয়ন করে যাব। কারণ, অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী না হলে আমাদের স্বাধীনতা ও স্বাধীনতার চেতনা ধরে রাখতে পারব না।’

দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে রয়েছে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলে এটি সম্ভব হয়েছে।’

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনুমোদনহীন সংগঠন গঠনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি
সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: মির্জা ফখরুল
মসজিদের দোতলা থেকে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার 
দেশে ফিরেছেন ৬৬ হাজার ৩৬২ হাজি, মৃত্যু ৪৩ জনের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা