বুয়েটছাত্র ফারদিন খুনের মোটিভ ও প্রকৃত জড়িতদের খুঁজছে র্যাব

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যার ঘটনার তদন্তে অগ্রগতি আছে। এঘটনায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায় ছায়া তদন্ত করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। খুনের মোটিভ ও প্রকৃত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছে বাহিনীটি।
সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা জানান র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ফারদিন হত্যাকাণ্ড সম্পর্কিত ডিজিটাল ফুটেজ পেয়েছি তথ্যপ্রযুক্তিগত সহায়তায়। হত্যাকাণ্ডের পূর্বে তার (ফারদিনের) যেসব জায়গায় তার বিচরণ ছিল, সেসব স্থানে যারা ছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। আমরাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একই উদ্দেশ্যে কাজ করছে। সেটা হচ্ছে ফারদিন হত্যার মোটিভ কী তা উদঘাটনের চেষ্টা করছি। আমরা এই হত্যায় প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছি। ফারদিন হত্যায় তদন্তে আমাদের অগ্রগতি আছে। আমরা প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করে যাচ্ছি।
রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিন দিন পর গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটের ছাত্র ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।
ফারদিন রাজধানীর ডেমরা থানার শান্তিবাগ এলাকার সাংবাদিক কাজী নুর উদ্দিন রানার ছেলে। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।
ফারদিন হত্যা মামলা বর্তমানে ডিবি তদন্ত করছে।
(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এসএস/ইএস)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

রাষ্ট্রপতির মনোনয়ন নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি: ওবায়দুল কাদের

বিআরটিসি চেয়ারম্যানের দুই বছরে যতো অর্জন

পাঁচ মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা: সংসদে মোস্তাফা জব্বার

আগের সীমানা ঠিক রেখেই ৩০০ সংসদীয় আসনের খসড়া দিচ্ছে ইসি

তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন নূর এলাহি মিনা

শ্যামপুরের কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকার সিএমএম আদালতের মালখানায় আগুন

শ্যামপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
