ছাত্রলীগের নেতৃত্বে বাড়তে পারে বয়সসীমা

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আজ মঙ্গলবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি।
প্রশ্ন উঠেছে এবার ছাত্রলীগের নেতা নির্বাচনে বয়সসীমা নিয়ে। এ নিয়ে নেতাকর্মীদের মাঝেও ব্যাপক আলোচনা রয়েছে। ছাত্রলীগের গত চার সম্মেলনে নেতাদের বয়সসীমা ২৯ বছর পর্যন্ত ছিল।
জানা গেছে, এবার নেতাদের বয়সসীমা কিছুটা শিথিল হতে পারে। কভিড মহামারির কারণে এমন সিদ্ধান্ত আসতে পারে। ছাত্রলীগের কর্মকাণ্ড দেখভালের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের একাধিক নেতা এমনটা জানিয়েছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ছাত্রলীগের বয়সসীমার বিষয়ে সিদ্ধান্ত দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি সম্মেলনের মঞ্চে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। তবে বয়সের বিষয়ে কভিড মহামারির বিষয়টি বিবেচনায় নেওয়ার আলোচনা আছে দলের মধ্যে।
এ ছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদ যাদের দেওয়া হবে, তাদের পারিবারিক রাজনৈতিক পরিচয় গুরুত্ব পাবে।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, ছাত্রলীগের নেতা নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা বিশেষ গুরুত্ব পেয়ে থাকেন। এবারে বুয়েট এবং ঢাকার বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের নেতাদেরও গুরুত্ব দেওয়ার দাবি উঠেছে দলের অভ্যন্তরে।
(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এআর)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

জি এম কাদেরের দায়িত্ব পালনে বাধা নেই: হাইকোর্ট

গণতন্ত্র সূচকে এশিয়ার মধ্যে বাংলাদেশ তৃতীয়: তথ্যমন্ত্রী

সংঘাত এড়াতে সর্বস্তরের জনগণের ঐক্য চায় বাংলাদেশ ঐক্য পার্টি

বিএনপি দেশে তৃতীয় শক্তি আনতে চায়: ওবায়দুল কাদের

বিএনপির কোনো ভবিষ্যৎ নেই: স্বাস্থ্যমন্ত্রী

টাকা ছাপিয়ে দেশ চালাচ্ছে সরকার: আমীর খসরু

আ.লীগের আমলে ১৪ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে: বুলু

আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে: ড. মঈন খান

আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্য করলে জবাব দেওয়া হবে: চসিক মেয়র
