ইউপি মেম্বারকে মারধরের অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২২, ১৯:২৮
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সৈয়দ বালা (৪০) নামে এক ইউপি মেম্বারকে মারধরের ঘটনায় মো. ছিদ্দিক মাতুব্বর (৫০) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তার ছিদ্দিককে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

তার বাবা মজিবর রহমান বাদী হয়ে মো. ছিদ্দিক মাতুব্বরকে (৫০) প্রধান আসামি করে।

এর আগে মঙ্গলবার রাতে চারজনের নামে থানায় মামলা করেন ওই ইউপি মেম্বারের বাবা মজিবর রহমান।

মামলার পর মঙ্গলবার দিনগত রাতেই আসামি ছিদ্দিক মাতুব্বরকে উপজেলার ময়েনদিয়া বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ছিদ্দিক মাতুব্বর ওই ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের ছোট ভাই।

মামলা সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় ইউপি পরিষদে চাল বিতরণ নিয়ে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ছিদ্দিক মাতুব্বর প্রস্তাব দেয় রেশনের প্রতিটি কার্ড থেকে দুই হাজার করে টাকা দিতে হবে এবং রিলিপের চাল ৩০ কেজির জায়গায় ২৭ কেজি দিতে হবে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ছিদ্দিক মাতুব্বরের ছেলে ইউপি মেম্বার সৈয়দ বালাকে মোবাইল ফোনে ডেকে এনে হাতুরিসহ বিভিন্ন জিনিস দিয়ে মারধর করে আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা বালাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ইউপি সদস্য মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি ছিদ্দিক মাতুব্বরকে গ্রেপ্তার করে বুধবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মতিঝিলে অর্ধকোটি টাকা ডাকাতির প্রস্তুতি, র‌্যাবের কটি-হ্যান্ডকাফসহ গ্রেপ্তার ৫
বগুড়ায় দাদি-নাতবউকে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার  
ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার
নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা