পাতিলসহ বিএনপির রান্না করা খাবার জব্দ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২২, ২২:৩৬| আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ২২:৪৪
অ- অ+

বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ১০ ডিসেম্বরের আগেই নেতাকর্মীদের আগমন শুরু হয় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে। এজন্য নেতাকর্মীদের খাবারের আয়োজনও করা হয়। ঠিকঠাকভাবে রান্না করা শেষ হলেও সেই খাবার আর খেতে পারেনি তারা। নেতাকর্মীদের আটকের পর পাতিলসহ রান্না করা খাবারও নিয়ে গেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) বিকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এরপর দলটির কার্যালয়ে পুলিশের অভিযান চলে। এ সময় দলটির কেন্দ্রীয় নেতাসহ অনেককে আটকের পাশাপাশি কয়েকপাতিল খিচুড়িও জব্দ করে পুলিশ।

অভিযানের সময় চাল-ডাল, তেল, মশলা, পানি এবং কয়েকপাতিল খিচুড়ি গাড়িতে করে তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশ বলছে, অনুমতি ছাড়াই নয়াপল্টনে সমাবেশ করার লক্ষ্যে এগুলো মজুদ করা হচ্ছিল। সেখান থেকে ককটেলসদৃশ বস্তুও উদ্ধারের দাবি করেছে পুলিশ।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিএনপির নেতাকর্মীরা গত কয়েকদিন ধরেই নয়াপল্টনে কর্মী জমায়েত করে রান্নার আয়োজন করে খাওয়াচ্ছিল। কিন্তু আজকে (বুধবার) যে আয়োজন দেখলাম তাতে স্পষ্ট তারা অনুমতি না থাকা সত্ত্বেও নয়াপল্টনেই সমাবেশের প্রস্ততি নিচ্ছিল।

এদিকে বুধবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নয়াপল্টনেই বিএনপি সমাবেশ করবে।

এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বিকালে এক সংবাদ সম্মেলনে বলেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপি কোনোভাবেই সমাবেশ করতে পারবে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করেই রাস্তার ওপর জনসভার অনুমতি দেওয়া হবে না। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চাইলে সোহরাওয়ার্দী উদ্যান বা বড় কোনো মাঠে সমাবেশ করতে পারে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এসএস/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হলি আর্টিজানের ঘটনায় ডিএমপি কমিশনারের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন হয়েছে : মুখপাত্র
নোবিপ্রবিতে ছাত্রী হলে পুরুষ স্টাফ দিয়ে রুমে তল্লাশি, বিক্ষোভ
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা অনুষ্ঠিত 
এলপি গ্যাসের দাম কমেছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা