স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন মোবাশ্বের চৌধুরী। তিনি বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সংগঠনের কাজে বিদেশে যাওয়ায় তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
রবিবার স্বেচ্ছাসেবক লীগের দপ্তরসম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু রবিবার (আজ) ১১ ডিসেম্বর, রাজনৈতিক কাজে বিদেশ গমন করেন। তাঁর অনুপস্থিতিতে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবে।
এ ব্যাপারে মোবাশ্বের চৌধুরী ঢাকা টাইমসকে বলেন, আশা করি সবার সহযোগিতায় সংগঠনের কর্মসূচি যথাযথভাবে পালন করতে সক্ষম হব।
ঢাকাটাইমস/১১নভেম্বর/জেএ/ইএস

মন্তব্য করুন