ঘাটাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ আটক ১

টাঙ্গাইলের ঘাটাইলে ৮৫০ গ্রাম হেরোইনসহ সাকিবুল হাসান (৩১) নামে একজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান।
আটক সাকিবুল নাটোরের গুরুদাসপুর থানার সিধুলী গ্রামের জাকির শাহর ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, র্যাব-১৪ এর ৩ নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড থেকে ৮৫০ গ্রাম হেরোইনসহ সাকিবুলকে আটক করা হয়।
এ ঘটনায় তার নামে র্যাবের উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঘাটাইল থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে আসামিকে ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/এআর)

মন্তব্য করুন