শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্ক উদ্বোধন

প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো ঢাকা গড়ার লক্ষ্যে উদ্বোধন হলো শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্ক। গুলশান ১০৩ ও ১০৯ নম্বর রোড সংলগ্ন ২০২.০৭ কোটি টাকা ব্যয়ে প্রায় ৮ দশমিক ৩৪৭২ একর জায়গার উপর প্রতিষ্ঠিত হয়েছে পার্কটি। এটি একটি কমিউনিটি পার্ক, যা সর্ব সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত।
সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্কটি উদ্বোধন ঘোষণা করেন ঢাকা উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও তাজউদ্দীন আহমেদ কন্যা সিমিন হোসেন রিমি, ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ কে এম রহমতুল্লাহ, বাংলাদেশ ক্রিকেট সভাপতি নাজমুল হাসান পাপন, সংরক্ষিত নারী আসন-২ নাহিদ ইজহার খান ও পিপএ চেয়ারম্যান (সচিব) মো. আনিচুর রহমান মিয়া।
পার্কটি উদ্বোধন অনুষ্ঠানে আতিকুল ইসলাম বলেন, 'সুন্দর সমাজ গড়তে প্রাকৃতিক সৌন্দর্য দরকার। প্রকৃতি মন ও শরীর দুইই ভাল রাখে। সুস্থ থাকার জন্য খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প কিছু নাই। এই বিজয়ের মাসে আমাদের পরিবেশকে ভালবাসার প্রতিজ্ঞা করতে হবে।'
সিমিন ইসলাম রিমি বলেন, 'ফুসফুস যেমন মানব দেহ সচল রাখে পার্ক ও তেমনি প্রকৃতির ফুসফুস। ফুসফুস সরুপ বিজয়ের মাসে এই পার্ক উদ্বোধন হল। আশা করছি পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সবসময় কাজ করবে।'
পার্কের অভ্যন্তরে রয়েছে দৃষ্টিনন্দন চক্রাকার হাটা চলার মাঠ, শিশু কিশোর ও প্রতিবন্ধীদের জন্য ২টি প্লেয়িংজোনসহ ২২ ধরনের খেলনা। দেশীয় ফলজ, বনজ ও ঔষুধি ২৫০০টির অধিক গাছসহ সবুজ ঘাসে অচ্ছাদিত একটি খেলার মাঠ।
(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/এলএম/কেএম)

মন্তব্য করুন