চুয়াডাঙ্গা পৌর এলাকায় ট্রাকচাপায় চা দোকানির মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২২, ২১:১০
অ- অ+

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় আব্দুল জব্বার (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে জেলার পৌর এলাকার হোটেল শাহিদ প্যালেসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জব্বার চুয়াডাঙ্গা পৌর এলাকার জোয়ার্দারপাড়া মৃত বোরহান উদ্দিনের ছেলে। তিনি পেশায় চা দোকানি ছিলেন।

স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার একাডেমি মোড়ে চা দোকানি আব্দুল জব্বার। রাতে বড় বাজার থেকে মালামাল কিনে দোকানে ফিরছিলেন তিনি। এ সময় হোটেল শাহিদ প্যালেসের সামনে একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন জব্বার। পরে পেছন থেকে আসা ঝিনাইদহগামী পণ্যবাহী একটি ট্রাক (যশোর-ট-১২-২৪৫৪) তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসানুর রহমান জানান, হাসপাতালে নেয়ার আগেই মারা যান আব্দুল জব্বার। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী হত্যা মামলায় সাবেক এমপি মনু গ্রেপ্তার
ব্লকেড সরিয়ে নিন, রাজপথে অবস্থান করুন: নাহিদ
গোপালগঞ্জের ঘটনায় প্রমাণিত ফ্যাসিবাদী শক্তি নির্মল হয়নি: মোস্তফা জামাল হায়দার
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা