ক্র্যাব পরিবারের পাশে থাকবেন সায়েম সোবহান, দেবেন মিডিয়া অ্যাওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ২১:২২ | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২২, ১৭:৫৭

পরিবারের মতো সব সময় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) সদস‌্যদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। সেই সঙ্গে ক্রাইম রিপোর্টিংয়ে প্রতি বছর মিডিয়া অ‌্যাওয়ার্ড দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে রূপায়ন এফপিএবি টাওয়ারে অবস্থিত ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্রাব) নতুন কার্যালয়ের সাজসজ্জার (ডেকোরেশন) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আনভীর বলেন, ৩৬ বছর পরে একটা স্থায়ী জায়গা আপনারা পেয়েছেন, আগামীতে যেন এর থেকে আরও ভালো জায়গা দিতে পারি সেই চেষ্টা করব। আগামীতে আপনাদের জন্য সুন্দর একটা বিল্ডিং করে দেয়ার চেষ্টা করব যেখানে আপনারা সুন্দরভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আনভীর বলেন, আমাদের সবাইকে এক থাকতে হবে। আপনারা যেভাবেই হোক দেশটা শান্ত রাখবেন। আমার অনুরোধ এমন কোনো সংবাদ প্রতিবেদন করবেন না যাতে দেশে অস্থিরতা তৈরি হয়। এটা আমাদের দায়িত্ব।

সাংবাদিকদের উদ্দেশ করে বসুন্ধরার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমি আপনাদের পাশে সব সময় থাকতে চাই। ক্রাবের ৩২৫ জন যারা মেম্বার আছে এদের সুখ দুঃখে যখন যেটা লাগবে আমাকে জানাবেন। আমার যতদূর ক্ষমতা আছে আমি আপনাদের সহযোগিতা করব। আপনারা আমার পরিবার, আমি আপনাদের পরিবারের মতো পাশে থাকবো। এ সময় তিনি ক্রাইম রিপোর্টিংয়ে মিডিয়া অ‌্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদি তমাল। সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।

ক্র্যাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মিজান মালিক, আবুল খায়েরসহ অন‌্যন‌্য সদস‌্যরা।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/কেআর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

আরআরএফের সভাপতি মিজান, সম্পাদক নিশাত ও দপ্তর সম্পাদক মেহেদী

সাংবাদিক নেতা রমিজ খানের ইন্তেকাল, বিএফইউজের শোক

ঈদের ছুটি না পাওয়া গণমাধ্যমকর্মীদের যথাযথ সুযোগ-সুবিধা প্রদানের দাবি বিএফইউজের

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নতুন কমিটি গঠন

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

এই বিভাগের সব খবর

শিরোনাম :