সিংড়ায় নিজের বানানো বিএনপি অফিস থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৫, ১৯:৪৩
অ- অ+

নাটোরের সিংড়ায় বিএনপির নামে নিজের বানানো পার্টি অফিস থেকে দেশীয় অস্ত্রসহ কুদ্দুস আকন্দ নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।

আজ সোমবার সিংড়া থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করে। এর আগে রবিবার গভীর রাতে উপজেলায় বামিহাল থেকে তাকে আটক করে সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামি কুদ্দুস আকন্দ হঠাৎ ব্যক্তিগত উদ্যোগে বামিহালে বিএনপির পার্টি অফিস স্থাপন করেন। এরপর এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, পুকুর দখলসহ নানা অপকর্ম করে আসছিলেন।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে ওই অফিসে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুদ্দুস আকন্দ পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। অফিসে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র টেঁটা বল্লম পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, দলীয় সাইনবোর্ডে এই অফিসটি ব্যক্তিগত উদ্যোগে করেছেন কুদ্দুস আকন্দ। এতে বিএনপির কোনো অনুমোদন নেই। তার এই কার্যক্রমের কারণে এলাকায় ব্যাপক ত্রাস সৃষ্টি হয়।

আটক কুদ্দুস আকন্দকে সিংড়া থানায় হন্তান্তর করার সততা নিশ্চিত করেন ওসি।

(ঢাকাটাইমস/১২মে/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশ যেতে দেওয়া হল না পার্থর স্ত্রীকে
ট্রাম্পকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ সালমান, বিনিয়োগ বাড়িয়ে ১ ট্রিলিয়ন করার অনুরোধ
দুদকের মামলায় দণ্ডের বিরুদ্ধে ডা. জুবাইদার আপিল গ্রহণ
চিকিৎসাসেবার পরিবেশকে নিরাপদ রাখতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা